Hare to Whatsapp
মাধববাড়ীতে ইটভাটা শ্রমিক ও বহিঃরাজ্যের পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলে সরকার প্রদত্ত সুযোগ-সুবিধাদি তারা পাচ্ছেন কিনা খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১৮, : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাধববাড়ী ভিলেজ কমিটির অধীন ইটভাটায় যান অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে। তিনি তাঁর দেওয়া প্রতিশ্রুতি মতো ইটভাটার শ্রমিকেরা এক হাজার টাকা করে পেয়েছেন কিনা এবং তার প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে কিনা সেটার খোঁজ খবর নেন শ্রমিকদের কাছ থেকে। তিনি রাজ্যে আটকে থাকা বহিঃরাজ্যের পরিযায়ী শ্রমিকদের সাথেও কথা বলেন। এবং তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রদেয় সুযোগ-সুবিধাদি তারা পাচ্ছে কিনা সেই বিষয়েও খোঁজ-খবর নেন। শ্রমিকরা জানান তারা সরকারী সাহায্য পাচ্ছেন। এজন্য তারা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ। এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরীও মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন।