Hare to Whatsapp
ত্রিপুরার সমস্ত জনসাধারণের কাছে স্বাস্থ্য বীমা পরিসেবা পৌঁছে দিতে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা- ২০২৩ চালু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪: রাজ্যের যে সমস্ত সুবিধাভোগী AB-PMJAY, BoCW, CAPF PM JANMAN অথবা অন্য কোন সরকারি বীমা প্রকল্পে আওতাভুক্ত নয় সেই সমস্ত সুবিধাভোগী CM JAY-2023 প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত হতে পারবেন। এই প্রকল্পে অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার প্রতি বছর ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। এই প্রকল্পটি রোগীদের নগদহীন, কাগজবিহীন স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে। AB-PMJAY-এর আদলে সুবিধাভোগীরা রাজ্যে এবং বহির্রাজ্যের সমস্ত তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। CM JAY - 2023 প্রকল্পে যোগ্য পরিবারের অধীনে সদস্য সংখ্যার কোন বাধ্যবাধকতা নেই এবং সুবিধাভোগীর বয়সের কোন সীমা থাকবে না। এই প্রকল্পে সমস্ত প্রাক্ বিদ্যমান রোগ কভার করা হবে। রাজ্য সরকারের কর্মচারীরা যারা বিদ্যমান মেডিকেল এলাউন্স এবং মেডিকেল রিইম্বার্সমেন্ট সারেন্ডার করবেন তারাও CM JAY- 2023 প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন।