গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটকের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সকলের মাঝে আসীন হয়ে আছেন : উপাধ্যক্ষ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ১১, : তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং ডুকলি পঞ্চায়েত সমিতি ও শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় শ্রীনগর কবি সুকান্ত উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ৯ মে থেকে তিনদিনব্যাপী রবীন্দ্র উৎসব এবং বৈশাখী মেলা-২০২৫ শুরু হয়েছে। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তিনদিনব্যাপী এই মেলার সূচনা করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটকের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সকলের মাঝে আসীন হয়ে রয়েছেন। ত্রিপুরার রাজ পরিবার থেকে শুরু করে সকল স্তরের মানুষের সাথে কবিগুরুর সম্পর্ক ছিলো। যা এখনও আমরা উপলব্ধি করি। তিনি বলেন, তিনদিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে যে মেলা আয়োজিত হয়েছে তার মধ্য দিয়ে সকলের মধ্যে মেলবন্ধন আরও সুদৃঢ় হবে।
পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, রবীন্দ্র চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে শিক্ষক- শিক্ষিকাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। মেয়েদের অধিকার রক্ষায় সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয় এবং ১০ জন মহিলাকে গৃহলক্ষ্মী রূপে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ডুকলি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কিশোর ঘোষ, ডুকলি পঞ্চায়েত সমিতির সদস্য ফুলমণি রুদ্রপাল, শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শচীন্দ্র নম: এবং শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্চিতা দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ-অধিকর্তা মনোজ দেববর্মা।
আরও পড়ুন...