Hare to Whatsapp
ভাষণের বদলে রেশন ও বেতন চাই- দাবি তুলেছে সি আই টি ইউ
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১৬, : ছাঁটাই চলবেনা ইত্যাদি ১৪ দফা দাবী-তে সি আই টি ইউ আগামী ২১ এপ্রিল শারীরিক দূরত্ব বজায় রেখে গোটা দেশে প্রতিবাদ দিবসের ডাক দিল
সি আই টি ইউ-র অভিযোগ , ভারত সরকার গত এক বছরে নানা নামে করপোরেটদের ছাড় দিয়েছ ১৫ লক্ষ ৬২ হাজার কোটি টাকা। আর করোনা আক্রান্ত ভারতবাসীর জন্য মাত্র ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার প্যাকেজ! হিসেব করলে দেখা যাবে এর মধ্যে মাত্র ৯২ হাজার কোটি টাকা প্রকৃতপক্ষে সরকারের নিজস্ব অর্থ। বাকিটা নির্দিষ্ট প্রকল্পে ওই অংশের শ্রমজীবীদের নিজস্ব জমানো টাকাই প্যাকেজে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
৩৪ হাজার কোটি টাকা নগদ হস্তান্তর, ৪৫ হাজার কোটি টাকা গণবন্টনে ব্যয়, এবং ১৩ হাজার কোটি টাকা গ্যাস সিলিন্ডারের খরচ। এই হলো ৯২ হাজার কোটি টাকা।
শ্রমিকশ্রেণী দাবি জানিয়েছে, আয়করের আওতায় পড়ে না, এমন সবাইকে অন্তত মাসে ৭ হাজার টাকা করে তিন মাসের জন্য নগদ অর্থ হস্তান্তর করতে হবে। তাতে ৩২.৭২ কোটি পরিবারের আশি শতাংশ প্রকৃত অর্থে উপকৃত হবে। এ বাবদ তিন মাসে সরকারের মোট খরচ হবে 5 লক্ষ কোটি টাকার একটু বেশি। এটাও গুটিকয়েক করপোরেটকে দেওয়া ত্রাণসাহায্যের এক-তৃতীয়াংশ মাত্র।
করোনার বিরুদ্ধে লড়ার জন্য যত বেশিসংখ্যক সম্ভব টেস্টের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে সি আই টি ইউ-র তরফে। এরকম ১৪ দফা জরুরি দাবিতে ২১ এপ্রিল সবরকম স্বাস্থ্যবিধি মেনে সবাইকে প্রতিবাদে সামিল হতে সি আই টি ইউ-র তরফে সুসেল মিডিয়াতেও জোর প্রচার চালানো হচ্ছে ।