Hare to Whatsapp

৩৪তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা উপলক্ষে হাঁপানিয়া

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জানুয়ারি ৩১, ২০২৪: আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে পলিসি প্যাভিলিয়ন খোলা হয়েছে। যাতে বর্তমান সরকারের বিনিয়োগ সহায়ক পলিসি সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদর্শিত হয়েছে। এছাড়াও মেলা চলাকালীন সময়ে পলিসি প্যাভিলিয়নে প্রতিদিন বি২জি সেশনেরও আয়োজন করা হচ্ছে। পলিসি প্যাভিলিয়নে উৎসাহী স্বউদ্যোগী এবং বিনিয়োগকারীরা ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রোমোশন ইনসেনটিভ স্কিম, পিএম-বিশ্বকর্মা, ট্যুরিজম পলিসি-ত্রিপুরা, আইটি/আইটিইএস স্টার্টআপ স্কিম-২০১৯, ত্রিপুরা ড্যাটা সেন্টার পলিসি- ২০২১, ত্রিপুরা আইটি/আইটিইএস পলিসি-২০২২ এবং ত্রিপুরা আগর উড পলিসি-২০২১ সম্পর্কে অবহিত হওয়ার জন্য আসছেন। নতুন উদ্যোগীরা দপ্তর কর্তৃক গৃহীত এই উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করে প্রশংসা করেন। আইটি স্টার্টআপস / ড্যাটা সেন্টার পলিসিতে যে ধরনের সহযোগিতার আশ্বাস রয়েছে তা জানতে পেরে নতুন উদ্যোগীরা সন্তোষ ব্যক্ত করেছেন। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই প্যাভিলিয়নের উদ্বোধন করেছিলেন। শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই সংবাদ জানানো হয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.