Hare to Whatsapp
সংবাদপত্র ও সংবাদমাধ্যমেও দুসময় শুরু : ছাটাইর সাথে সাথে বেতন হ্রাস করার নোটিশ ধরিয়ে দেয়া হচ্ছে
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১৫, : বহুজাতিক সংস্হাগুলির কর্মী সংকোচন নীতির অনুসরন করতে চলেছে ভারতের সংবাদপত্র গোষ্ঠী গুলি।এরাও কর্মী ছাঁটাই করা শুরু করে দিয়েছে। এদের অজুহাত ব্যয়সংকোচন করা ছাড়া তাদের সামনে বিকল্প কোন পথ খোলা নেই। এক্ষেত্রে ছাঁটাই তাদের করতেই হবে।এ লক্ষ্যে কয়েকটি গোষ্ঠী ইতিমধ্যেই বেশ কিছু সংবাদপত্র কর্মী ছাঁটাই করেছে।আরো কয়েকটি ছাঁটাই বা লে অফের নোটিশ দিয়েছে। সংবাদপত্র গোষ্ঠী সমূহের এই উদ্যোগ গোটা দেশের সংবাদ পত্র বা সংবাদমাধ্যমে র কর্মরত দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।এই উদ্যোগ বা ছাঁটাই র তীব্র বিরোধিতা করেছে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন।
আইজেইউ আজ এক বিবৃতিতে বলেছে প্রধানমন্ত্রী রং অনুরোধ অগ্রাহ্য করেই সংবাদপত্র গোষ্ঠী সাংবাদিকদের ছাঁটাই করার পথ বেছে নিয়েছে। কয়েকটি হাউস ইতিমধ্যেই বেশ কয়েকজন কে নোটিশ দিয়েছে আবার কয়েকটি হাউস ছাঁটাই করেছে। মূলতঃ সাংবাদিকদের ই এরা ছাঁটাই করছে।
ইউনিয়ন সভাপতি আজ এক বিবৃতিতে এই সংবাদ জানিয়ে বলেছে এখন গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমনে ধূকছে। সাংবাদিক রা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এখন দূঃসময়।এই দূঃসময়ে সাংবাদিকদের ভাতে মারার পথ দূঃখজনক তো বটেই উদ্বেগজনক ও।
বিবৃতিতে বলা হয়েছে সংবাদপত্র ও সংবাদমাধ্যমে ছাটাইর সাথে সাথে বেতন হ্রাস করার নোটিশ ধরিয়ে দেয়া হয়েছে বা হচ্ছে।আইজেএ এই উদ্যোগ র তীব্র বিরোধিতা করে এধরনের উদ্যোগ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
যদিও বহুজাতিক কোম্পানি গুলো কর্মী সংকোচন নীতি নিজস্ব ভাবেই নিয়ে থাকে এবং এক্ষেত্রে তাদের কেউ বিরত করতেই পারেনা। সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রে ও একই কথা প্রযোজ্য। কলকাতা ভিত্তিক কয়েকটি হাউস কর্মী সংকোচন করেছে,প্রাপ্য বকেয়া মিটিয়ে দিয়ে দিব্যি হাউস চালিয়ে যাচ্ছে।
প্রকাশ এ রাজ্যে ও দু-একটি সংবাদপত্র ও চ্যানেল এক ই পথে হাঁটছে।এ রকমই নাকি উদ্যোগ চলছে।একটি সংবাদপত্র ও একটি চ্যানেল তো নাকি অনেকটাই এগিয়েছে।এ রাজ্যে তো এসবের বালাই নেই। নিয়োগপত্র দেয়া হয় না,মুখেই নিয়োগ আবার মুখেই ছাঁটাই। এদের মর্জি ই সব শেষ কথা। কলকাতা, দিল্লী, মুম্বাই তে এসব চলে না,যেটা এরাজ্যে চলে।