Share Whatsapp

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশু ও মহিলাদের কল্যাণে ৬টি পরিষেবা প্রদান করা হয় : সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জানুয়ারি ১০, : রাজ্যে বর্তমানে ৩,০০, ১৯৩ জন শিশু, ২০,০৬৯ জন গর্ভবতী মহিলা ও ১৩,৫ ১৬ জন প্রসূতি মায়ের নাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নথিভুক্ত রয়েছে। ৯ জানুয়ারি বিধানসভায় বিধায়ক স্বপ্না দেববর্মার এক প্রশ্নের লিখিত উত্তরে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশু ও মহিলাদের কল্যাণে ৬টি পরিষেবা দেওয়া হয়। এগুলি হচ্ছে প্রথা বহির্ভূত প্রাক বিদ্যালয় শিক্ষা, টিকাকরণ, পুষ্টি ও স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পরিপূরক পুষ্টি ও স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ পরিষেবা। সমাজকল্যাণ মন্ত্রী আরও জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে শিশু এবং গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাদ্য প্রদান, নিয়মিত ওজন পরীক্ষা ছাড়াও আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট ইত্যাদি প্রদান করা হয়। এছাড়াও গর্ভবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাম নথিভুক্ত করা হয় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও টি টি ইনজেকসন নেবার জন্য আশাকর্মীদের সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে অথবা স্বাস্থ্য শিবিরে পাঠানো হয়।

বিধানসভায় সমাজকল্যাণ মন্ত্রী জানান, মহিলা মন্ডল সভায় গর্ভবতী মহিলাদের এবং শিশুর টিকাকরণের গুরুত্ব, গর্ভবতী মহিলা ও শিশুর যত্ন, স্বাস্থ্য ও পুষ্টি সম্বন্ধে বিশদ আলোচনা করা হয়। গর্ভবতী মহিলা ও শিশুদের সম্পূরক পুষ্টি প্রদান করা হয়। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে ওজন ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাম নথিভুক্ত করা হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা ও সময়মত টিকাকরণের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে অথবা স্বাস্থ্য শিবিরে পাঠানো হয়। শিশুদের কৃমি নাশক ঔষধ, পোলিও, রাতকানা ও অন্ধত্ব দূরকরণের জন্য নিয়মিত ভিটামিন-এ সলিওশান, শিশুদের মস্তিষ্ক বিকাশ ও রক্তশূন্যতা দূরীকরণের জন্য আয়রন ও ফলিক অ্যাসিড টেবলেট দেওয়া হয়। প্রতিমাসে শিশুর ওজন নেওয়া হয় ও পোষণ ট্রেকারে লিপিবদ্ধ করা হয় অপুষ্টি নির্ধারণের জন্য। তাছাড়াও প্রধানমন্ত্রী মাত্তু বন্দনা যোজনা প্রকল্পে গর্ভবতী মহিলাদের (প্রথম জীবিত সন্তানের জন্য) ২ কিস্তিতে মোট ৫০০০ টাকা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী মাত্তু পুষ্টি উপহার প্রকল্পে গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় ৪ বার স্বাস্থ্য পরীক্ষার পর ৪ কিস্তিতে মোট ২০০০ টাকা প্রদান করা হয়।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.