Hare to Whatsapp
সুমিত্রা কর তরুণ লেখক সম্মান এবছর পাচ্ছেন সেবিকা ধর
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জানুয়ারি ১, ২০২৪: ২০২৪ সালের ‘সুমিত্রা কর তরুণ লেখক সম্মান’ পাচ্ছেন কবি, প্রাবন্ধিক গবেষক ও গল্পকার সেবিকা ধর।প্রথামাফিক নতুন বছরের প্রথম দিনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলো ত্রিপুরার অগ্রণী প্রকাশনা সংস্থা নীহারিকা।
সেবিকা ধরের জন্ম ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি। তার বাবা প্রেমানন্দ ধর, মা উষা দাশ।
সেবিকা পড়াশোনা করেছেন হরচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয় এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। বাংলা এবং শিক্ষা বিজ্ঞানে স্নাতকোত্তর। পিএইচডি করেছেন ‘মানবীবিদ্যার আলোকে বাংলা লোকসাহিত্যে নারীর অবস্থান- একটি তুলনামূলক সমীক্ষা’ বিষয়ের উপর। তার বর্তমান পেশা-শিক্ষকতা। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩। গ্রন্থগুলো হল--
১) মানবীবিদ্যার আলোকে নারী এক ভিন্ন মাত্রিক পাঠ(লিঙ্গবৈষম্য ও মানবীবিদ্যার ভাবনা নিয়ে ৩৪টি প্রবন্ধ)
২) ত্রিপুরার আর্থ-সামাজিক ও লোকসংস্কৃতির প্রেক্ষাপটে শঙ্খশুভ্র দেববর্মণের উপন্যাস।(প্রবন্ধ)
৩) ধলাই পাড়ের গল্পকথা (গল্প সংকলন)
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে নীহারিকা প্রকাশনা সংস্থার উদ্যোগে রাজ্যের বিশিষ্ট কবি অমিতাভ করের মাতা প্রয়াত সুমিত্রা করের স্মৃতিতে ‘সুমিত্রা কর তরুণ লেখক সম্মাননা পর্ষদ’ এই সম্মান প্রদান করে আসছে। ত্রিপুরায় জন্ম অনূর্ধ্ব ৪০ বছর বয়সী কবি, লেখক, সাহিত্যিক কিংবা সাহিত্য বিষয়ক গবেষকদের এই সম্মান প্রদান করা হয়। ২০২৩ পর্যন্ত যারা এই সম্মানে ভূষিত হয়েছেন তারা হলেন—চিরশ্রী দেবনাথ (২০১৯), জ্যোতির্ময় দাস (২০২০), অভিজিৎ চক্রবর্তী (২০২১), পায়েল দেব (২০২২) এবং লিঙ্কন মুড়াসিং (২০২৩)। সম্মাননা হিসেবে একটি সুদৃশ্য স্মারক, উত্তরীয়, ফুল, বই এবং নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।