Hare to Whatsapp
কর্তব্যে অবহেলায় দায়িত্ব থেকে সরানো হল ঊনকোটি হাসপাতালের সুপারকে
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১২, : অনিয়ম বা অবহেলার সঙ্গে কোনো আপোষ নয়। জনস্বার্থ সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। ফের এ রূপ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
ঊনকোটি জেলার আরজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট পদ থেকে সড়িয়ে দেওয়া হল ডাঃ যদুমোহন ত্রিপুরাকে। তাকে সড়িয়ে ধলাই জেলায় মেডিক্যাল অফিসার পদে অবনমন করা হয়।
কিছু দিন আগে ঊনকোটি জেলার আরজিএম হাসপাতালের নার্সরা অভিযোগ করছিলেন যে, তারা পর্যাপ্ত পরিমাণে মেডিক্যাল সরঞ্জাম পাচ্ছেন না। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সরবরাহ থাকলেও, তদন্তে সেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং এই ক্ষেত্রে মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের কর্তব্যে গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। সেই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট পদ থেকে সড়িয়ে দেওয়া হয় যদু মোহন ত্রিপুরাকে।