Share Whatsapp

পরলোকে রতিমোহন জমাতিয়া

By Our Correspondent

আগরতলা, এপ্রিল ১১, : পরলোকে রতিমোহন জমাতিয়া। তাঁর মৃত্যুতে উদয়পুর শোকস্তব্ধ। শোকস্তব্ধ কিল্লা, বাগমা সহ উপজাতিয় অধ্যূষিত গ্রামাঞ্চল। বর্ষীয়ান জননেতা উপজাতি যুব সমিতির প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন। পাঁচ বারের বিধায়ক ছিলেন। লড়াকু নেতা হিসেবে পরিচিত রতিবাবু বাগমা কেন্দ্র থেকে জয়ী হন। তাঁর বাড়ীও বাগমা এলাকায়। গত দু'বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। বলা হয় তিনি কোমায় ছিলেন। চিকিৎসা করেও উন্নতি হয়নি। তিনি রাজ্য বিধান‌সভার উপাধ্যক্ষও ছিলেন। দক্ষিণ জেলার উন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংরসনীয়। তাঁর মৃত্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুস বিশ্বাস, সিপিএম বিধায়ক রতন ভৌমিক শোকপ্রকাশ করে সমবেদনা জানিয়েছেন।

রাজ্যে জেলা পরিষদ গঠনের আন্দোলনে তিনি ও ছিলেন পুরোধা। সহজ সরল, সাধাসিধের মানুষ ছিলেন রতিবাবু। এলাকার লোকজন সাতসকালে তার বাড়ী ছুটে আসতেন। এদের সমস্যা নিয়ে জেলাশাসক এর সাথে কথা বলতেন। যারাই ছিলেন ডিএম, তারা রতিবাবুকে শ্রদ্ধা করতেন।

শুকর কেটে বন্ধুত্ব পাতিয়েছিলেন শ্যামাচরন ত্রিপুরার সাথে। ভূড়িভোজ হয়েছিল তখন। দিলখোলা লোকের মানুষ। অভব্য আচরন করতেন না। এলাকাবাসীর কাছে তিনি সাক্ষাৎ ঈশ্বর।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.