Hare to Whatsapp
পরলোকে রতিমোহন জমাতিয়া
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১১, : পরলোকে রতিমোহন জমাতিয়া। তাঁর মৃত্যুতে উদয়পুর শোকস্তব্ধ। শোকস্তব্ধ কিল্লা, বাগমা সহ উপজাতিয় অধ্যূষিত গ্রামাঞ্চল। বর্ষীয়ান জননেতা উপজাতি যুব সমিতির প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন। পাঁচ বারের বিধায়ক ছিলেন। লড়াকু নেতা হিসেবে পরিচিত রতিবাবু বাগমা কেন্দ্র থেকে জয়ী হন। তাঁর বাড়ীও বাগমা এলাকায়। গত দু'বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। বলা হয় তিনি কোমায় ছিলেন। চিকিৎসা করেও উন্নতি হয়নি। তিনি রাজ্য বিধানসভার উপাধ্যক্ষও ছিলেন। দক্ষিণ জেলার উন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংরসনীয়। তাঁর মৃত্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুস বিশ্বাস, সিপিএম বিধায়ক রতন ভৌমিক শোকপ্রকাশ করে সমবেদনা জানিয়েছেন।
রাজ্যে জেলা পরিষদ গঠনের আন্দোলনে তিনি ও ছিলেন পুরোধা। সহজ সরল, সাধাসিধের মানুষ ছিলেন রতিবাবু। এলাকার লোকজন সাতসকালে তার বাড়ী ছুটে আসতেন। এদের সমস্যা নিয়ে জেলাশাসক এর সাথে কথা বলতেন। যারাই ছিলেন ডিএম, তারা রতিবাবুকে শ্রদ্ধা করতেন।
শুকর কেটে বন্ধুত্ব পাতিয়েছিলেন শ্যামাচরন ত্রিপুরার সাথে। ভূড়িভোজ হয়েছিল তখন। দিলখোলা লোকের মানুষ। অভব্য আচরন করতেন না। এলাকাবাসীর কাছে তিনি সাক্ষাৎ ঈশ্বর।