Hare to Whatsapp
বিদ্যুৎ নিগমে কর্মরত কেজুয়েল লেবারদের সাহায্যে এগিয়ে এলেন টিএসইসিএল ইঞ্জিনিরার্স এসোসিয়েশন
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১০, : করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ ঠেকাতে সারা বিশ্বের সাথে ত্রিপুরাতেও চলছে লকডাউন। স্কুল-কলেজ, কল-কারখানা, দোকানপাট, যানবাহন, অফিস-আদালত বন্ধ থাকলেও বন্ধ নেই জরুরী পরিষেবা, যার মধ্যে অন্যতম বিদ্যুৎ পরিষেবা। করোনা ভাইরাসের সংক্রমণের ভয়কে উপেক্ষা করে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে দিন রাত খেটে যাচ্ছেন বিদ্যুৎ দপ্তরের প্রকৌশলীরা, কর্মীবৃন্দ এবং কেজুয়েল লেবারগণ।
বিদ্যুৎ দপ্তরে কর্মরত এইসকল কেজুয়েল লেবারদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন টিএসইসিএল ইঞ্জিনিরার্স এসোসিয়েশন। এই এসোসিয়েশনের পক্ষ থেকে কিছু ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়েছে কেজুয়েল লেবারদের ১৫০ পরিবারে জন্য। এই সকল কেজুয়েল লেবাররা ইলেক্ট্রিক্যাল সার্কেল নং-১ এর অন্তর্ভুক্ত বিভিন্ন সাব ডিভিশনে কর্মরত। যেমন বনমালিপুর-১, বনমালিপুর-২, দুর্জয়নগর, প্রগতি, প্রতাপগড়, যোগেন্দ্রনগর, আইজিএম, বড়দোয়ালি-৪, বড়দোয়ালি-৬ এবং সেকেরকোট। উল্লেখ্য, গত বুধবার (৮/৪/২০২০ তারিখে) এই এসোসিয়েশন এর পক্ষ থেকে চড়িলাম ব্লকের ২৫০ পরিবারের জন্য অতি অত্যাবশ্যকীয় ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছিল এবং ভবিষ্যতে কিছু বৃদ্ধাশ্রমে দান সামগ্রী দেওয়ার পরিকল্পনাও তাদের রয়েছে বলে জানিয়েছেন এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি।