Hare to Whatsapp

বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য ত্রিপুরা পাপেট থিয়েটারের পুতুল নাচের বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ১৫, : শিশুরা হচ্ছে বাগানের কাদা মাটির মত। তাদেরকে খুব সতর্ক ও আদর-সোহাগ দিয়ে যত্ন করতে হবে”– জওহরলাল নেহেরু-এর এই কথার মূলে যেতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনগুলো চোখের সামনে ভেসে ওঠে “শিশুরা নিজেরা নিজেদের জগত তৈরি করে” আর এই জন্যই মনে হয় অস্কার ওয়াইল্ডের কথা কতটা গভীর। “শিশুদের গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হল তাদেরকে আনন্দ দেয়া”

পড়াশুনা থেকে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার নানা ভান্ডার থেকে শিশুরা নিজেদের ভালোবাসার ফুল কুড়িয়ে নিক না।অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয়না বর্তমান সময়ে। তারপরেও কিছু শিশু এবং তাদের অভিভাবকরা চান তার সন্তান নিজ ইচ্ছাতেই মনোনিবেশ করুক। বিজ্ঞান অনেক ক্ষেত্রেই কারণ আবিষ্কার করতে পারেনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কোন ঘাটতির ফলে জীবনটা অন্য রকম। এই বিশেষ শিশুরা এমন কিছু অসুবিধা অনুভব করলেও তাদের জীবন এক অন্যধারায় গড়ে ওঠে।সেখানে আন্তরিক প্রচেষ্টা থাকে কিছু মানুষের।যারা পারিবারিক ভাবে অভিভাবক আর এক অংশ হলেন কিছু বিশেষ মানুষ তাদের কথা ভেবে নিজেকে মূল গাছ হিসেবে দাঁড়িয়ে অন্য দের লতিয়ে উঠতে সাহায্য করে।সেই বিশেষ গাছটি এই মূহুর্তে রাজ্যের বিশেষ শিশুদের জন্য বেসরকারি প্রতিষ্ঠান" বিদ্যা". অপরিসীম যত্ন দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত তারা ভালোবেসে কাজ করেন।সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের কথা ভাবে। ত্রিপুরা পাপেট থিয়েটার "বিদ্যার "শিশুদের জন্য শিশুদিবসে উপহার দিলো একটি সন্ধ্যা।

পাপেট থিয়েটার স্কুল পড়ুয়াদের নিয়ে তৈরি করেছে একটি পাপেট গ্রুপ।বিগত ছ মাস ধরে টেরেজা ডায়গোনষ্টিক এবং জ্ঞান বিচিত্রার সহায়তায় প্রতিমাসের দ্বিতীয় রবিবার নেতাজী স্কুল সংলগ্ন হরিপদ দাশ পারফরম্যান্স স্পেসে বিনামূল্যে প্রর্দশনী করে চলেছে। ছোট ছোট শিশুদের শৈশব বিকশিত হওয়ার সময়ে এই পাপেট শোতে এমন বিষয় ও গল্প বাছা হয় যা শিশুমনের উপযোগী। ১৪ ই নভেম্বর সন্ধ্যায় বিদ্যার বিশেষ শিশুদের জন্য এ আয়োজন এক অন্য ধারার আয়োজন।আমন্ত্রিত শিশুরা উপভোগ করেছে এ সন্ধ্যা,অভিভাবকদের নিয়ে। প্রকৃত বন্ধু খুব সহজ করে পশু পাখির জীবনের মধ্য দিয়ে পঞ্চতন্ত্রের গল্প থেকে কাহিনী নিয়ে নির্মিত হয়েছে। এতে কণ্ঠ ও পুতুল সঞ্চালনায় ছিলেন : কিঞ্জল, সুহানি, আভেরী, আদৃজা ও অর্কদ্যুতি। সঙ্গীত পরিচালনায়: সুকান্ত ও সংকর্ষণ। সমগ্র অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন প্রভীতাংশু দাশ, প্রদীপ দাশ, পুরঞ্জন দেব, রিমন দাশ, লিটন দাশ, দীপঙ্কর ভট্টাচার্য।শিশুরাই ভবিষ্যতে র কর্ণধার এই কথাটি বার বার মনে হয়েছে উপস্থাপনা দেখে।

বিশেষ অতিথি নাট্যব্যাক্তিত্ব দ্বয়- শিশির দেব এবং কুমার শঙ্কর পাল পুতুল পরিচালনায় থাকা শিশুদের হাতে বই উপহার তুলে দেয়। পাপেট থিয়েটারের পক্ষ থেকে শেষ পর্যায়ে ছিল বাচ্চাদের জন্য চকলেট, মিষ্টি ও ফটোশেষন।বিদ্যার শিশুদের জন্য শিশুদিবসে বিশেষ আয়োজনে বিদ্যার পক্ষ থেকে তরুন সেনগুপ্ত ও রত্নাবলী রায় সেনগুপ্ত ত্রিপুরা পাপেট থিয়েটার কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.