Share Whatsapp

জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে ক্যুইজের বিকল্প নেই, মেগা ক্যুইজ চলতে থাকুক চান বর্তমান মুখ্যমন্ত্রীও

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ১২, : জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে ক্যুইজের বিকল্প নেই, ত্রিপুরাইনফো মেগা কুইজের আসরে এসে এই কথা বললেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন সহ সব অতিথিরাই মনে করেন পাঠ্য পুস্তকের বাইরে জ্ঞানার্জনের জন্যে ক্যুইজের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ সব বক্তারাই গত ১৮ বছর ধরে ধারাবাহিক ভাবে ক্যুইজের মত সাধারন জ্ঞান প্রসারের একটি উৎসবকে চালিয়ে যাওয়ার জন্য উদ্যোতাদের অভিন্দন জানান। এবং ত্রিপুরাতে জ্ঞানের এই বার্ষিক উৎসব চলতে থাকুক বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি ত্রিপুরাইনফো ও এই অনুষ্ঠানের সহযোগী সরকারী বেসরকারী সংস্থা গুলির প্রতি এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজনে সাহায্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ত্রিপুরাইনফো-র তরফে দশ হাজার টাকা দান করা হয়।

মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে ভাষণ দান কালে বলেন, ত্রিপুরাইনফো-র এই ক্যুইজ অনুষ্ঠানে না আসলে বুঝতে পারতাম না এত বিপুল সংখ্যায় ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে থাকে। তিনি মেগা ক্যুইজের অনুষ্ঠানকে চালিয়ে যাওয়ার অনুরোধ রাখেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দশ হাজার টাকা দান করার জন্য ত্রিপুরাইনফো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ত্রিপুরাইনফো ডটকম আয়োজিত ১৮তম অল ত্রিপুরা মেগা ক্যুইজকে ঘিরে রাজ্যের ক্যুইজ প্রেমীদের মধ্যে এবছরও ব্যপক সাড়া পরিলক্ষিত হয়েছে। রাজধানীর টাউন হল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কানায় কানায় ভরা ছিল। বিশেষত মফস্বলের স্কুল গুলি থেকে ব্যপক হারে ছাত্রছাত্রীরা এবছর মেগা ক্যুইজে অংশ গ্রহণ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, ত্রিপুরা হিউম্যান ও পুলিশ একাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যান জাস্টিস এস সি দাস, মনিপুর হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান জাস্টিস এউ বি সাহা, এডভোকেট জেনারেল এস এস দে, অতিরিক্ত পুলিশ মহা নির্দেসক অনুরাগ ধ্যানকর, ডাঃ বিকাশ রায়, ওটিপিসি-র হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান সৌভিক রায়, প্রাণ গ্রুপ আগরতলার এ জি এম অঞ্জনাভ মজুমদার,অর্জুন পুরষ্কার প্রাপ্ত জিমনাস্ট মন্টু দেবনাথ, নর্থ ইস্ট কালার্স এর এডিটর সঞ্জীব দেব, ত্রিপুরা টাইমস পত্রিকার এক্সিকিউটিক এডিটর মানস পাল -এর মতো সুপরিচিত ব্যক্তিরা সম্মানিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ত্রিপুরাইনফো-র মেগা ক্যুইজের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, শুধু ক্যুইজের জন্যে পড়াশুনা করে প্রাইজ পেলেই চলবে না। দেশে বিদেশে কিসব চলছে তার দিকেও নব প্রজন্মের ছেলে মেয়েদের নজর রাখতে হবে। এবং প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি মোকাবেলায় নিজের মতামত তুলে ধরতে হবে। প্রসঙ্গক্রমে তিনি গাঁজায় ইজরালি হানাধারীর নিন্দা করে বিশ্বশান্তির স্বার্থে এক্ষুনিই তা বন্ধের পক্ষে অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন বলেন, ইদানিং অনেক কিছুই ভার্চুয়ালি করে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এতে পরস্পরের মধ্যে আন্তরিকতা ও দূরত্ব বেড়ে যাচ্ছে। ত্রিপুরা ইনফো ডট কম - এর মেগা ক্যুইজের আসরই প্রমান করে যে সব কিছু ভার্চুয়ালী করা যায় না। তিনি বিশাল সংখ্যায় উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন, মেগা ক্যুইজের আসরের প্রশ্নোত্তর এর কোয়ালিটি দেখেই বোঝা যায় ত্রিপুরাতে টেলেন্টের কোন অভাব নেই। ত্রিপুরার শিল্প সংস্কৃতির যে পরিমন্ডল রয়েছে তাকে বাঁচিয়ে রাখার জন্যে এধরণের অনুষ্ঠান আরও বেশী করে আয়োজনের পরামর্শ দেন।

এবছর প্রথম পুরস্কার হিসাবে নগদ ৫০ হাজার টাকা পেয়েছেন সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিসে কর্মরত দিপ্তনু পাল, ও স্টেট ব্যাঙ্ক এ কর্মরত তনুময় ভট্টাচার্য জুটি। দ্বিতীয় পুরস্কার হিসাবে নগদ ৩০ হাজার পেয়েছেন উদয়পুরে লাইব্রেরিয়ান পদে কর্মরত রাজেশ বনিক ও গৃহ শিক্ষক সৈকত চৌধুরী জুটি। এবং তৃতীয় পুরস্কার হিসাবে নগদ ২০ হাজার টাকা পেয়েছেন কলকাতা ফরটিজ হাসপাতালে কর্মরত সপ্তিক চক্রবর্তী এবং আগরতলা রামনগর এর স্ব-উগ্যোগী যুবক অম্লান গুপ্ত জুটি।

অডিয়েন্স রাউন্ডে সবচেয়ে বেশী পুরস্কার জিতে নগদ পাঁচ হাজার টাকার সেরা অডিয়েন্স-এর পুরষ্কার পেয়েছেন রাজধানী আগরতলায় জেলা ও দায়রা আদালতে কর্মরত শ্রীমতী জবা সাহা। রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশী পুরস্কার জিতে সেরা ক্যুইজিং স্কুলের শিরোপা অর্জন করেছে এবং পুরষ্কার হিসাবে নগদ দশ হাজার টাকা পেয়েছেন। এবছর বাই সাইকেল বিজেতা অয়ন সরকার, উনি ত্রিপুরা মেডিকেল কলেজে পাঠরত।

স্কুল অব সায়েন্স-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, ত্রিপুরা সরকারের পরিকল্পনা দপ্তরের সুদক্ষ অফিসার নন্দু কুমার পানিক্কর এবং মাত্র ১১ বছর বয়সী আগরতলা অক্সিলিয়াম গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মধুজা দেবনাথ (মাহি), এবছর মেগা ক্যুইজ প্রোগ্রামে ক্যুইজ মাস্টারের দায়িত্ত পালন করেছেন।

এনআইটি আগরতলা থেকে এম টেক সিএসই-এর ছাত্রী সৌরমিতা ভৌমিক, এবং সুভাসিশ কর যিনি আগরতলা দূরদর্শন কেন্দ্রে খণ্ডকালীন ঘোষক এবং একজন আইটি-আইটিইএস বিশেষজ্ঞ এবছর ত্রিপুরাইনফো-র মেগা কুইজের আসরে উপস্থাপক বা অ্যাঙ্কর হিসেবে ছিলেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.