Share Whatsapp

সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন ছিল অখন্ড ও অবিচ্ছিন্ন ভারত : কৃষি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ১, : ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন ছিল এক ভারত, অখন্ড ভারত ও অবিচ্ছিন্ন ভারত। তিনি ছিলেন অখন্ড ও অবিচ্ছিন্ন ভারতের মূল কান্ডারী। দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে আজ সারাদেশে রাষ্ট্রীয় একতা দিবস পালিত হচ্ছে। তাঁর স্বপ্ন সফল করতে, শ্রেষ্ঠ ভারত গড়তে আমাদের সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ ৩১ অক্টোবর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবসের শপথগ্রহণ অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে একথা বলেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধকের ভাষণে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের স্বাধীনতার পর তিনি ভারতীয় ঐক্য তথা ভারতীয় ফেডারেশন তৈরী করার জন্য দেশের অনেকগুলি ছোট ছোট রাজ্যকে ভারত ইউনিয়নের সাথে একত্রিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার গুজরাটে সর্দার প্যাটেলের সন্মানে স্ট্যাচু অব ইউনিটি গড়ে তুলে। যা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। কৃষি মন্ত্রী বলেন, তাঁর আদর্শ, চিন্তাধারা ও দর্শনকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার ২০১৪ সাল থেকে এই দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস পালনের সূচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্দার বল্লভভাই প্যাটেলের পথ অনুসরণ করে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার প্রচেষ্টা নিয়েছেন। আজ আমাদেরও এই লক্ষ্যে শপথ নিতে হবে।

অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছোট ছোট দেশীয় রাজ্যগুলিকে ভারতের সাথে অন্তর্ভূক্ত করার জন্য অভাবনীয় ভূমিকা পালন করেছিলেন। দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় আজ আমাদের শপথ নিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। স্বাগত বক্তব্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী রাষ্ট্রীয় একতা দিবস, মেরি মাটি মেরা দেশ ও ৭৫ সীমান্ত গ্রামের প্রেক্ষাপট সবিস্তারে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক মিনারাণী সরকার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, পর্যটন দপ্তরের সচিব উত্তর কুমার চাকমা, সচিব ড. দেবাশিস বসু, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, এডিজি অনুরাগ ধ্যানকর, এডিজি সৌরভ ত্রিপাঠি, আই জি এল দার্লং, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিস সুপার কিরণ কুমার কে, অলিম্পিয়ান দীপা কর্মকার, আগরতলার পুর নিগমের কর্পোরেটরগণ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ প্রমুখ। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান।

রাষ্ট্রীয় একতা দিবসের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত হয় ইউনিটি রান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ স্বামী বিবেকানন্দ ময়দানে সবুজ পতাকা নেড়ে এই ইউনিটি রানের সূচণা করেন। ইউনিটি রানে টি এস আর, সি আর পি এফ, আসাম রাইফেলস, এন এস এস, সিভিল ডিফেন্স, স্কাউট এন্ড গাইড, ক্রীড়াবিদ, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। ইউনিটি রান স্বামীবিবেকানন্দ ময়দান থেকে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমী মাঠে এসে সমাপ্ত হয়।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.