রক্তদান করে রোগিনীর জীবন বাঁচালেন জিবিপি হাসপাতালের দুই চিকিৎসক

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মে ৩, : অস্ত্রোপচারের প্রয়োজনে জরুরী ভিত্তিতে রক্তদান করে এবার নজির স্থাপন করলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের দুই চিকিৎসক। রাজ্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে যেমন যুগান্তকারী পরিবর্তন এসেছে তেমনি চিকিৎসকদের মধ্যেও ইতিবাচক মানসিকতার এবং মানবিকতার বিকাশ পরিলক্ষিত হচ্ছে। চিকিৎসকগণ শুধুমাত্র রোগীদের স্বাস্থ্য পরিষেবাই প্রদান করেন না, মানবিক দিক দিয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রোগীদের জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। ১লা মে জরুরীভিত্তিতে অস্ত্রোপচারের জন্য চিকিৎসকগণ স্ব- উদ্যোগী হয়ে রক্ত দিয়ে জীবনদান করলেন শান্তিরবাজারের বাসিন্দা এক রোগিণীর।

আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে গত ১৭ মার্চ ঐ রোগিণী ভর্তি হয়েছিলেন। রোগিনী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসকরা রোগিনীর কোলেডোক্যাল সিস্ট উইথ নিওপ্লাজম অব প্যানক্রিয়াস শনাক্ত করেন। রোগিনীর জীবন রক্ষার্থে জরুরীভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে দেখা যায় যে মহিলার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম ছিল। এই হিমোগ্লোবিনের মাত্রা পূরণে এবং অস্ত্রোপচারের জন্য মহিলার শরীরে অতিরিক্ত রক্তের প্রয়োজন। তখন রক্ত দান করার জন্য মহিলার কোনও আত্মীয়-স্বজন বা বাড়ির লোক কেউ হাসপাতালে উপস্থিত ছিলেন না। মহিলার রক্তের গ্রুপ ছিল এ পজিটিভ। এমতাবস্থায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের এ পজিটিভ রক্তের গ্রুপের দুইজন চিকিৎসক ডাঃ অন্তরা রায় ভৌমিক ও ডাঃ এ. কিরণ রোগিনীর জীবন রক্ষার্থে জরুরীভিত্তিতে রক্তদানে এগিয়ে আসেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য ইতিপূর্বেও চিকিৎসকগন এ রাজ্যে অস্ত্রোপচারের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছেন। এইবারও তাঁরা রক্তদান করে নজির স্থাপন করলেন। এই দুই ইউনিট রক্তের যোগানের ফলে রোগিনীর অস্ত্রোপচার চলাকালীন রক্তের কোনও সংকট দেখা দেয়নি ও অস্ত্রোপচারে বাধা সৃষ্টি হয়নি। এই রক্তদানের উপর নির্ভর করেই গত ৩০ এপ্রিল রোগিণীর সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিভিন্ন মহলে চিকিৎসকদের এই মানবিক দৃষ্টিভঙ্গি ও রক্তদান উচ্চ প্রশংসা অর্জন করেছে। স্বাস্থ্য দপ্তর থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.