Hare to Whatsapp
বর্তমান সরকারের উপর মানুষের বিশ্বাস ও ভরসা রয়েছে : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ১৭, : রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সামাজিক কাজ প্রশংসার দাবি রাখে। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের একটা কর্তব্য রয়েছে। এই কর্তব্য হলো দুঃস্থ মানুষের পাশে দাড়ানো। ১৬ অক্টোবর মেলাঘরের রাজঘাট মুক্তমঞ্চে রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। শারদোৎসব উপলক্ষে রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। তাছাড়াও অনুষ্ঠানে রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের উপর মানুষের বিশ্বাস ও ভরসা রয়েছে। রাজ্যে এখন শান্তির পরিবেশ রয়েছে। সরকার সবকা সাথ সরকা বিকাশ, বিশ্বাস ও প্রয়াস নীতিকে সামনে রেখে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি প্রান্তিক জনপদের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। মানুষের সার্বিক কল্যাণই বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতি আগামীদিনেও তাদের সমাজসেবামূলক
কাজের ধারা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের সব অংশের মানুষের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। তিনি সমবায় দপ্তরের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিধায়ক কিশোর বর্মণ। উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সমাজসেবী বিশ্বজিৎ দাস, সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি প্রমুখ। অনুষ্ঠানে এলাকার ২ হাজার পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তাছাড়াও এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগণ তাদের হাতে বস্ত্র ও শংসাপত্র তুলে দেন।