Hare to Whatsapp
রাজ্যের গর্ব টিএসআর ও পুলিশের কিছু অফিসার দেখিয়ে দিচ্ছেন শিবজ্ঞানে জীবসেবার প্রকৃষ্ট উদাহরণ কাকে বলে
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৮, : রাজ্যের গর্ব টিএসআর দেখিয়ে দিচ্ছে দূর্গম গিরি, কান্তার মরু ,দূস্তর পারাবার হয়ে কিভাবে মাথায় চাল, চালের ব্যাগ নিয়ে দূর্গম চড়াই উৎরাই ডিঙিয়ে লংতড়াই মহকুমার পার্বত্য পল্লী ম্যাজিষ্ট্রেট কারবারী, বীরকুমার রোয়াজা পাড়া, বানচন্দ্র, বীরেন্দ্র রোয়াজা পাড়ায় পৌঁছে গেছে সব প্রতিকূলতা কাটিয়ে। এসডিপিও রতন সাধন নোয়াতিয়ার নেতৃত্বে ওরা ৮০ র বেশি জনজাতির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। শিবজ্ঞানে জীবসেবার প্রকৃষ্ট নজীর গেড়েছেন এরা। এদের প্রত্যেককে আমাদের আভূমি প্রনত প্রনাম। এদের শিবজ্ঞানে জীবসেবার প্রসার প্রত্যন্ত অঞ্চলে মোতায়েন টিএসআর ক্যাম্পগুলি করতে শুরু করে তাহলে দূ্র্গম জনপদে বসবাসকারী উপজাতিদের কাছে দূরন্ত দূঃসময়ে আশীর্বাদ হয়ে দাঁড়াবে।ওরা যে চাল, ডাল, বেরমা,বিথির জন্য পাগল পারা হয়ে আছে।
লংতড়াইভ্যালীর দূর্গতদের কাছে জলের বোতল ও তুলে দিয়েছেন। আগামী দিনে এঁরাই হয়ে উঠতে পারে অন্যদের সেবামূলক কাজের পাথেয় এবং প্রেরনা।
না, না,শহর নয় ।গোবিন্দবাড়ী,থালছড়া,মানিকপুর, মমপুই, ভগবান সর্দার পাড়া, রতনপুর,থালছড়া হয়ে উঠুক ত্রানের কেন্দ্রবিন দুই-ই। এ পথ আমাদের দেখিয়ে গেছেন স্বামী দিব্যানন্দ এখন দেখিয়েছে লংতড়াই ভ্যালীর টিএসআর, পুলিশ।