Hare to Whatsapp

পরিবহণ পরিষেবার উপর পর্যটন শিল্পের বিকাশ নির্ভর করে : পরিবহণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ১৩, : আগরতলার এমবিবি বিমানবন্দর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ব্যস্ততম ও সুন্দর বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকগণ ছাড়াও অনেক নাগরিক যাতায়াত করেন। বিমানে করে আসা যাত্রীদের সাথে প্রিপেইড অটো চালকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। তাহলেই দেশ-বিদেশের পর্যটক ও নাগরিকদের কাছে রাজ্যের সুনাম বাড়বে। ১২ অক্টোবর এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রিপেইড অটোরিক্সা চালকদের মধ্যে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। পরিবহণ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২৪৮ জন প্রিপেইড অটো চালককে এই ইউনিফর্ম দেওয়া হয়েছে। ৩০০ জন প্রিপেইড অটো চালককে ইউনিফর্ম দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতিবছর দুর্গাপূজার আগে এই ইউনিফর্ম দেওয়া হবে। অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী আরও বলেন, পরিবহণ পরিষেবার উপর পর্যটন শিল্পের বিকাশ নির্ভর করে।

অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী বলেন, প্রিপেইড অটো চালকগণ যে এয়ারপোর্টের যাত্রী পরিবহণের কাজে যুক্ত তা চিহ্নিত করতেই প্রিপেইড অটো চালকদের ইউনিফর্ম দেওয়া হচ্ছে। পরিবহণমন্ত্রী আরও বলেন, এমবিবি বিমানবন্দরে রোজ কুড়িটি বিমান অবতরণ করে। কুড়িটি বিমান ফিরে যায়। আগামীদিনে এই বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পাবে। তিনি বলেন, যাত্রীদের সুরক্ষায় বিমানবন্দরে ৬ জন আপদা মিত্র নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, সরকার প্রিপেইড অটো চালকদের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। তিনি জানান, এমবিবি বিমানবন্দর থেকে ট্যাক্সি চালানোর জন্য ৯ জন ট্যাক্সি চালককে বাণিজ্যিক পারমিট দেওয়া হয়েছে। তাছাড়াও বক্তব্য রাখেন আইজিপি সৌমিত্র ধর, পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার ও পুলিশ সুপার (ট্রাফিক) মানিকলাল দাস। উপস্থিত ছিলেন সিআইএসএফ-এর ডেপুটি কমানডেন্ট ধরম বীর। অনুষ্ঠানে অতিথিগণ প্রিপেইড অটোচালকদের হাতে পোশাক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কে সি মিনা। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.