Hare to Whatsapp
লিচুবাগানের অভাবী দুঃস্থ মানুষদের পাশে ত্রিপুরাইনফো ডটকম, ন্যাশন্যাল ক্লাব, খাদ্য সামগ্রী বিলি, এলাকাবাসীর জন্য চালু হেল্পলাইন
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৮, : ত্রিপুরাইনফো ডটকম ও স্থানীয় ন্যাশনাল ক্লাবের যৌথ উদ্যোগে এলাকার গরীব দুঃস্থ লকডাউনের কারনে অসহায় পরিবারগুলির মধ্যে আজ প্রচুর খাদ্য সামগ্রী বিলি করা হয়। লিচুবাগান রোজডেল এপার্টমেন্ট এলাকার সম্ভ্রান্ত আবাসিক বেশ কিছু স্বজন ব্যাক্তিত্বও এই খাদ্য দান সহায়তার কাজে বিশেষভাবে এগিয়ে আসেন। তাছাড়া রাজ্যের স্বনামধন্য প্রমোটার নিখিল দেবনাথ ও সমাজসেবী প্রদীপ চক্রবর্তীও সাহায্যের হাত বাড়িয়ে দেন।
বড়জলার এম.এল.এ ডাঃ দিলীপ দাস, ত্রিপুরাইনফো ডটকম-এর পরিচালন প্রধান তথা ইনফো-র সম্পাদক জয়ন্ত দেবনাথ, প্রমোটার নিখিল দেবনাথ, ন্যশনাল ক্লাবের সম্পাদক সজল ঘোষ, সভাপতি চুনিলাল ঘোষ, এমসি-র কাউন্সিলার শ্রীমতী সুপর্ণা দেবনাথ, অধ্যাপক সোম দেব সহ ন্যাশনাল ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের হাত ধরে ক্লাব প্রাঙ্গনে আজ সকাল দশটা নাগাদ এই খাদ্য সামগ্রী বিলি করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত এলাকার বিধায়ক ডাঃ দিলীপ দাস প্রতিশ্রুতি দিয়েছেন লকডাউনের কারনে এলাকায় কেউ যেন খাদ্য সমস্যায় না ভুগেন। এ কাজে তিনি ও তার সরকার সবসময় এলাকাবাসীর পাশে রয়েছেন। ত্রিপুরাইনফো ডটকম, ন্যাশনাল ক্লাব, নিখিল দেবনাথ সহ স্থানীয় মানুষ যারা এলাকার অভাবী মানুষের জন্যে আজ খাদ্য সামগ্রী বিলির এই উদ্যোগ নিয়েছেন তিনি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
খাদ্য সামগ্রী বিলির অনুষ্ঠানে ত্রিপুরাইনফো-র সম্পাদক জয়ন্ত দেবনাথ জানান, এলাকার প্রকৃত অভাবী মানুষদের জন্য ন্যাশনাল ক্লাব ও ত্রিপুরাইনফো ডটকম আগামী দিনেও সাহায্য চালিয়ে যাবেন। প্রকৃতই যেসব পরিবার খাদ্য সমস্যায় রয়েছেন তাদেরই ত্রিপুরাইনফো ও ক্লাব সাহায্য করবে। এবং যখনই স্থানীয় কারোর সমস্যা হবে তারা যেন ক্লাবে যোগাযোগ করেন। তাছাড়া ত্রিপুরাইনফো ডটকম-এর ০৩৮১-২৪১-৩৯৪৬ ও ৯৪৮৫১৬১৬৭৬ হেল্পলাইন নম্বরেও স্থানীয় মানুষ সাহায্যের জন্য ফোন করতে পারেন বলে তিনি জানান।