Hare to Whatsapp
ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুদায়িত্ব রয়েছে : আইনমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ৮, : আইনজীবীরা হলেন সমাজে মানুষের অধিকার সুনিশ্চিত করার অন্যতম কারিগর। সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরু দায়িত্ব রয়েছে। ৭ অক্টোবর আগরতলার প্রজ্ঞা ভবনে প্রথম বারের মত সরকারি আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, রাজ্যের সরকারি আইনজীবীদের অভিজ্ঞতা ও জ্ঞান কোনো অংশে কম নয়। শুধুমাত্র প্রয়োজন তাদের অর্জিত অভিজ্ঞতার সঠিক বাস্তবায়ণ। মুখ্যমন্ত্রী বলেন, এই পেশার মাধ্যমে মানুষকে সেবা করার বিরাট সুযোগ রয়েছে। সরকারি আইনজীবীদের নিজেদের মধ্যে মতবিনিময় করে তাদের পেশাকে উন্নত করারও সুযোগ রয়েছে।
মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অনেকটাই উন্নত হয়েছে। উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে মাদক দ্রব্য বাজেয়াপ্তকরণে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গঠনে আইনজীবীদেরও দায়িত্ব রয়েছে। সবার মিলিত প্রচেষ্টাতেই ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, সরকারি আইনজীবীরা পুলিশের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে কাজ করলে অপরাধীদের সাজা পাবার হার আরও বাড়বে। রাজ্য সরকার রাজ্যের আদালতগুলির পরিকাঠামোর উন্নয়নে উদ্যোগ নিয়েছে। এজন্য চলতি অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন আইন সচিব বিশ্বজিৎ পালিত। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইন সচিব অসিত দেবনাথ।