Hare to Whatsapp
নেহেরু যুব কেন্দ্রের রাজ্য বক্তৃতা প্রতিযোগিতায় ১ম স্থানাধিকারী প্রজ্ঞা মজুমদার দিল্লিতে গান্ধী জয়ন্তী অনুষ্ঠানে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ১, : এবছর নেহেরু যুব কেন্দ্র আয়োজিত " বর্তমান সময়ে গান্ধীজীর আদর্শের প্রাসঙ্গিকতা " শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় রাজ্যস্তরে প্রথম স্থান অর্জন করে প্রজ্ঞা মজুমদার, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আজই সে আজ দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। আগামীকাল, ২ রা অক্টোবর দিল্লির সংসদ ভবনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে প্রজ্ঞা ।
ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা শ্রীমতি জবা চক্রবর্তী এসংবাদ জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যের যুবক-যুবতীদের চরিত্র গঠন, মানসিক শক্তির বিকাশ, ব্যাক্তিত্ব সম্পন্ন যুবসমাজ তৈরি ও সামাজিক জীবনের উন্নতিকল্পে নেহেরু যুব কেন্দ্র নিয়মিতভাবে এইরকম অনুষ্ঠান করছে।
নেহেরু যুব কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়, আগরতলার মিলন সংঘ এলাকার নিবাসী পার্থ মজুমদার এবং রুপালি সরকারের জেষ্ঠা কন্যা কুমারী প্রজ্ঞা মজুমদার মনিপুরের রিমস কলেজে এমবিবিএস কোর্সে চূড়ান্ত বর্ষে পাঠরত। পড়াশোনার পাশাপাশি শৈশব থেকেই সে নাচ, গান, ছবি আঁকা, নাটক, সাঁতার অনুশীলন করে আসছে । নৃত্য, সংগীত ও চিত্রাঙ্কনে বিশারদ ডিগ্রী অর্জন করেছে সে । অভিনয় ক্ষেত্রেও প্রতিভার ছাপ রেখে চলছে প্রজ্ঞা। মঞ্চে প্রথম অভিনয় করে চতুর্থ শ্রেণীতে পড়াকালে । পরবর্তীতে, রাজ্য স্তরের প্রতিযোগিতায় ' বেস্ট অফ দা বেস্ট ' অভিনেত্রীর শিরোপা অর্জন করে । ভীষ্মদেব স্মৃতি নাটক প্রতিযোগিতা, আন্ত: অফিস নাটক প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জন তার অভিনয় দক্ষতার সাক্ষ্য বহন করে। তেমনি, প্রথম বারের মতো নাটক লিখেই কুমারী প্রজ্ঞা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার লাভ করে।