Hare to Whatsapp
খেলোয়াড়দের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট থাকতে হবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২৯, : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ২৮ সেপ্টেম্বর বিকেলে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কৈলাসহরের বিবিবি ভাইভাই এফসি বনাম রাজনগর বেস্ট একাদশের মধ্যে। ফাইনাল ম্যাচের শুরুতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, খেলাধুলায় হারজিৎ থাকবে। কিন্তু খেলোয়াড়দের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট থাকতে হবে। মুখ্যমন্ত্রী এই ক্রীড়া আসরকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির জন্য এই অঞ্চলের ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এই টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ ফুটবলকে ভালোবাসেন। ফাইনাল ম্যাচের আগে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, পুলিশ সুপার কান্তা জাহাঙ্গির প্রমুখ।
ফাইনাল ম্যাচে রাজনগর বেস্ট একাদশ এফসি ২-১ গোলে কৈলাসহরের বিবিবি ভাইভাই এফসিকে পরাজিত করে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা চ্যাম্পিয়ন দল রাজনগর বেস্ট একাদশের ফুটবলারদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও মারুতি ওয়াগনার গাড়ি তুলে দেন। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস কৈলাসহরের বিবিবি ভাইভাই এফসির ফুটবলারদের হাতে রানার্স আপ ট্রফি ও পালসার বাইক তুলে দেন।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ কুমারঘাট শিল্পনগরী এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি প্রমুখ। শিল্পনগরী এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী এখানকার শিল্প ইউনিটগুলির মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেন।