Hare to Whatsapp

পণ্ডিত দীনদয়ালের জীবন দর্শনে ভারতীয়বোধের পরিচয় খুঁজে পাওয়া যায় : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ২৫ , : পন্ডিত দীনদয়ালের দর্শন একাত্ম মানববাদে ভারতীয়বোধের পরিচয় খুঁজে পাওয়া যায়। তিনি বিশ্বাস করতেন পাশ্চাত্যের ভাবনায় বা পাশ্চাত্যের দর্শনে ভারতবর্ষের কল্যাণ হবে না। দেশের সার্বিক বিকাশ ও জনগণের কল্যাণে প্রয়োজন ভারতীয়বোধের ভাবধারায় এমন এক জীবনদর্শন যা সকলকে ঐক্যবদ্ধ রাখবে ও সকলের কল্যাণ হবে। পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদেরকে সেই দর্শনের সন্ধান দিয়েছেন। ২৫ সেপ্টেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতের সনাতন দর্শনই এখন বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। পাশ্চাত্য দেশের দর্শন ক্রমশ নিন্মগামী। তাঁর দর্শন একাত্ম মানববাদ এখন সর্বত্র প্রতিফলিত হচ্ছে। এই দৰ্শন ভারতীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত। পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একাধারে লেখক, দার্শনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি একাত্ম মানববাদ ও অন্ত্যোদয়বাদের প্রবক্তাও ছিলেন। তাঁর জীবনদর্শন দীর্ঘদিন ধরে আমাদের দেশে উপেক্ষিত ছিল। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জির মতো দেশের মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের জীবনদর্শন তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আরও বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় বিশ্বাস করতেন প্রকৃতির মধ্যে যে সম্পদ আছে তা দিয়েই প্রগতি সম্ভব। আমরা যদি পৃথক পৃথকভাবে থাকি তাহলে প্রগতি আসবে না। প্রগতির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জি-২০ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তাতে ভারতবর্ষ আগামীদিনে বিশ্বকে নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দর্শনেই দেশের অন্তিম ব্যক্তির কল্যাণে কাজ করছে। রাজ্য সরকারও রাজ্যের অন্তিম ব্যক্তির কল্যাণে নিরলসভাবে কাজ করছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় দেশের একজন প্রকৃত নেতা ছিল। তিনি ভারতবর্ষকে এমন এক দর্শনের পথ দেখিয়েছেন যাতে মানবকল্যাণের কথা আছে। তাঁর সাধারণ জীবনযাত্রা, সকলকে নিয়ে চলা ও সবার বিকাশের মন্ত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাথেয় করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সবকা সাথ-সবকা বিকাশ। এটাই একাত্ম মানববাদের ভারতীয় চিন্তাধারার শাশ্বতরূপ। অনুষ্ঠানের সভাপতি রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দর্শন ভারতের বহমান সাংস্কৃতিক ভাবনার অনুসারি। দেশের সভ্যতা ও সংস্কৃতির বিকাশে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদের পথ দেখিয়ে গেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী বলেন, পন্ডিত দীনদয়ালের স্বাতন্ত্রিক চিন্তাভাবনায় দেশের কল্যাণই প্রতিফলিত হয়েছে। বর্তমান ছাত্রছাত্রীদের কাছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এক প্রেরণার নাম। নিয়মানুবর্তিতাকে তিনি জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপনের মূল লক্ষ্য হলো বর্তমান প্রজন্মের কাছে তাঁর জীবনদর্শন তুলে ধরা। আজ সারা রাজ্যেই যথাযোগ্য মর্যাদায় পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। এ ধরণের অনুষ্ঠান বর্তমান প্রজন্মকে সমৃদ্ধ করবে ও ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে। অনুষ্ঠানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে এক তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অতিথিগণ তাদের হাতে পুরস্কার তুলে দেন। প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সাগরদীপ কুরি মোদক, অভিষেক সরকার ও তন্ময় সরকার। অনুষ্ঠান শেষে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও দর্শন নিয়ে এক উন্মুক্ত ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.