Hare to Whatsapp
ত্রিপুরাতে অস্বাভাবিক ভাবে বেড়ে গেল বিদ্যুত মাশুল
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২৩, : আগামী ১ অক্টোবর রবিবার থেকে সারা রাজ্যে অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছে বিদ্যুতের মাশুল । এতে গরীব ও মধ্যবিত্তের পকেট আরও হালকা হবে। নিম্ন-মধ্যবিত্ত অন্ধকারে ডুবে যাবে । ত্রিপুরা ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন গতকাল বিদ্যুত মাশুলের নতুন হারে সিলমোহর দিয়েছে ।
জানাগেছে, দেশের কয়েকটি রাজ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত ব্যবহার ফ্রি করে দেওয়া হলেও ত্রিপুরার মানুষের সেরকম কখনও সুযোগ আসেনি। শুধু সাধারণ মানুষের বাড়িতে কোন ক্ষেত্রে কতটা বাড়ল বিদুতের মাশুল তা নীচে উল্লেখ কর হল:
আগে ৫০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের মাশুল ছিল ৪.৮৪ টাকা প্রতি ইউনিট। তা বেড়ে হয়েছে ৫.০৮ টাকা প্রতি ইউনিট। আগে প্রতি মিটারে ফিক্সড্ চার্জ ছিল ২০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৩০ টাকা । আগে ৫১ থেকে ১৫০ ইউনিট ছিল ৫.৯৮ টাকা। তা বেড়ে হয়েছে ৬.৪০ টাকা। ত্রি ফেরার ক্ষেত্রে আগে ফিক্সড্ চার্জ ছিল ৪০ টাকা, হয়েছে ৪৫ টাকা । আগে ১৫১ থেকে ৩০০ ইউনিট ছিল ৬.১৬ টাকা, হয়েছে ৬.৫৯ টাকা ; ফিক্সড্ চার্জ ছিল ৫০ টাকা, হয়েছে ৫৫ টাকা ।
আগে ৩০১ ইউনিট থেকে ছিল ৭.২০ টাকা, হয়েছে ৭.৭০ টাকা প্রতি ইউনিট । আর এক্ষেত্রে ফিক্সড্ চার্জ ৫০ থেকে বেড়ে হয়েছে ৫৫ টাকা আগামী গ্রীষ্মে বিদ্যুত বিল দিয়েই হয়তো ফতুর হয়ে যাব অনেকে । পূজার আগেই বিদ্যুত মাশুলের এই বৃদ্ধির কারনে সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে।