Share Whatsapp

শিল্প স্থাপনে যুবাদের উৎসাহিত করতে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম বিশেষ উদ্যোগ নিয়েছে : চেয়ারম্যান নবাদল বণিক

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ২৩, : শিল্প স্থাপনে যুবাদের উৎসাহিত করতে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা। এই কর্মসূচিতে রাজ্যের ৮টি জেলা থেকে ১৮ থেকে ৪৫ বছর বয়সী আগ্রহী ১০০ জন করে যুবক যুবতীকে জেলা শিল্পকেন্দ্রে নথিভুক্ত করা হবে। আগ্রহী যুবাদের বোধজংনগর ও আরকেনগর শিল্প নগরীতে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য পরিদর্শনে নিয়ে যাওয়া হবে। রাজ্যের সাম্প্রতিক শিল্প পরিকাঠামোর বিকাশ ও সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতেই এই পরিদর্শনের ব্যবস্থা করা হবে। ২২ সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান নবাদল বণিক একথা জানান। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেড কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান আরও জানান, এই বিশেষ উদ্যোগে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ক্রেডিট যুক্ত বিভিন্ন প্রকল্পের সাথে আগ্রহী যুবাদের পরিচয় করিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্ত যুবাদের বিভিন্ন স্বরোজগারের উপযুক্ত প্রকল্পগুলিতে শিল্প স্থাপনে সহায়তা দেওয়া হবে। তিনি জানান, এই উদ্যোগে উৎসাহী যুবাদের ঋণ পাওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করা হবে এবং ব্যাঙ্কারদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করিয়ে দেওয়া হবে। তাছাড়াও আমদানি রপ্তানি ব্যবসা এবং লজিস্টিক সেক্টরের সুযোগ সম্পর্কে তাদের অবহিত ও সচেতন করা হবে।

সাংবাদিক সম্মেলনে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান জানান, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বোধজংনগর ও আরকেনগর শিল্প নগরীতে উৎসাহী যুবাদের পরিদর্শনের জন্য নিয়ে যাওয়া হবে। তিনি জানান, রাজ্যে এখন ১৮টি শিল্প নগরীর মধ্যে ১২টি শিল্প নগরী চালু রয়েছে। রাজ্যের শিল্প নগরীগুলিতে ১৭০টি শিল্প ইউনিট চালু রয়েছে। এরমধ্যে বোধজংনগর শিল্প নগরীতে ৬৭টি ও আরকেনগর শিল্প নগরীতে ১৭টি শিল্প ইউনিট চালু আছে। তিনি জানান, গত ৬ মাসে রাজ্যের শিল্প নগরীগুলিতে ২৩টি শিল্প ইউনিটকে শেড ও জমি দেওয়া হয়েছে। গত ৬ মাসে রাজ্যের শিল্প নগরীতে ৬৮.80 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তিনি জানান, রাজ্যের শিল্প নগরীগুলিতে চালু থাকা শিল্প ইউনিটগুলি থেকে মাসে প্রায় ৩০ লক্ষ টাকা রাজস্ব পাওয়া যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান জানান, রাজ্যের শিল্পের উন্নয়ন ও প্রসারে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আন্তরিক। সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজস্থানে এগিয়ে শিল্প উদ্যোগীদের রাজ্যে শিল্প স্থাপন ও বিনিয়োগে আহ্বান জানিয়েছেন। আগামী ২৯ সেপ্টেম্বর আরকেনগর শিল্প নগরীতে একটি আগরবাতি কারখানার উদ্বোধন হবে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের এমডি বিশ্বশ্রী বি এবং ওএসডি বিনয়ভূষণ দাস উপস্থিত ছিলেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.