Share Whatsapp

রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ২২, : রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়মিত পরিদর্শন করলেই বর্তমান পরিকাঠামোগুলির প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হওয়া সম্ভব। পাশাপাশি যে কোনও সমস্যা সমাধানেও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। ২১ সেপ্টেম্বর আগরতলা শহরের কয়েকটি সরকারি ভবন, প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে সংবাদমাধ্যমকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি বলেন, শহরের বিভিন্ন সরকারি ভবনগুলি কি অবস্থায় রয়েছে তা চাক্ষুস করাই এই পরিদর্শনের উদ্দেশ্য। সেই সাথে যেসমস্ত প্রকল্পের কাজ ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে সেইসমস্ত কাজগুলি সরেজমিনে পরিদর্শন করে তার প্রকৃত অবস্থা জেনে কাজগুলিকে ত্বরান্বিত করা এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। এক্ষেত্রে যেখানে কিছু সমস্যা দেখা গেছে তার দ্রুত সমাধানের জন্যও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী কয়েকটি সরকারি ভবন পরিদর্শনের পাশাপাশি গোর্খাবস্তিস্থিত বহুতলবিশিষ্ট রাজ্য প্রশাসনিক ভবনের নির্মাণ স্থলটিও পরিদর্শন করেন।

মুখ্যমন্ত্রী আজ প্রথমে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামটি পরিদর্শন করে পরিকাঠামোসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। তিনি অডিটোরিয়ামের পরিস্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যায়ণ বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এর পর মুখ্যমন্ত্রী আগরতলার নজরুল কলাক্ষেত্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেখানকার কিছু সমস্যা সম্পর্কে অবগত হন এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নজরুল কলাক্ষেত্রে গড়ে উঠা ন্যাশনাল স্কুল অব ড্রামা, সংগীত নাটক অ্যাকাডেমি, ললিতকলা অ্যাকাডেমির উত্তর পূর্বাঞ্চল আঞ্চলিক কেন্দ্র এবং ত্রিপুরা ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড টেলিভিশান ইনস্টিটিউটটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রতিষ্ঠানগুলির আধিকারিক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে অবগত হন। এক্ষেত্রে ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশান ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সে পড়ুয়াদের উৎসাহ এবং উচ্ছাস দেখে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। ত্রিপুরা সহ বিভিন্ন জায়গার ছেলেমেয়েদের কলা, সংস্কৃতি, অভিনয় এবং সংগীত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণে বিশেষ ভূমিকা নিচ্ছে এসমস্ত প্রতিষ্ঠানগুলি। সেখান থেকে মুখ্যমন্ত্রী নরসিংগড়স্থিত ত্রিপুরা স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবগত হন।

মুখ্যমন্ত্রী আজ নরসিংগড়ে ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির ডিপ্লোমা কোর্সের নতুন ভবনের জন্য প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করেন। সেখানে উপস্থিত পূর্ত দপ্তরের ইঞ্জিনীয়ারদের সাথে প্রকল্পের পরিকল্পনা সম্পর্কিত বিষয়ে কথা বলেন। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির নবনির্মিত অডিটোরিয়ামও ঘুরে দেখেন। পরিশেষে মুখ্যমন্ত্রী আগরতলার গোর্খাবস্থিতে বহুতলবিশিষ্ট রাজ্য প্রশাসনিক ভবনের নির্মাণ স্থলটি পরিদর্শন করেন। বহুতলবিশিষ্ট এই ভবনে সমস্ত সরকারি অফিসগুলিকে একই ছাদের তলায় নিয়ে আসা হবে। প্রকল্পের কাজটি প্রায় আড়াই বছরে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে গুণমান বজায় রেখে কাজটি শেষ করার জন্য মুখ্যমন্ত্রী নির্মাণ সংস্থাকে নির্দেশ দেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে পূর্ত দপ্তরের সচিব অভিষেক সিং, মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, শিক্ষা সচিব রাভেল হেমেন্দ্ৰ কুমার, উচ্চ শিক্ষা অধিকর্তা এন সি শর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার রাজীব দেববর্মা সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.