Hare to Whatsapp
ফেস্টিভেল গ্র্যান্ট ও ফেস্টিভেল অ্যাডভান্সে রাজ্যের ১,৯৭,১৭৬ জন কর্মচারি উপকৃত হবেন : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২২, : রাজ্য সরকারের গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে কর্মরত কর্মচারি সহ বিভিন্ন ক্যাটাগরির কর্মচারিদের ফেস্টিভেল গ্র্যান্ট ৩০০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৃদ্ধির ফলে রাজ্য সরকারের মোট ৩৬ কোটি টাকা ব্যয় হবে। ২১ সেপ্টেম্বর সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই সংবাদ জানান। অর্থমন্ত্রী জানান, ২০২২-২৩ অর্থবর্ষে গ্রুপ-সি, গ্রুপ-ডি কর্মচারি সহ অর্থদপ্তরের অনুমোদন প্রাপ্ত ডি আর ডব্লিউ কর্মী এবং পেনশনারদের ফেস্টিভেল গ্র্যান্ট ১,৫০০ টাকা ছিল। ৩০০ টাকা বৃদ্ধি করে ফেস্টিভেল গ্র্যান্ট ১,৮০০ টাকা করা হয়েছে। তাছাড়াও অর্থদপ্তরের অনুমোদন প্রাপ্ত পার্ট টাইম ওয়ার্কার, চুক্তিবদ্ধকর্মী, ক্যাজুয়াল কর্মী, অঙ্গনওয়াড়ী কর্মী, হেল্পার, হোমগার্ড এবং এসপিও জওয়ানরা ২০২২-২৩ অর্থবছরে ফেস্টিভেল গ্র্যান্ট পেয়েছিলেন ১,৭০০ টাকা। ৩০০ টাকা বৃদ্ধির ফলে এবছর তারা ২,০০০ টাকা করে ফেস্টিভেল গ্র্যান্ট পাবেন।
সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানান, রাজ্য সরকারের গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি, গ্রুপ-ডি সহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি কর্মচারিদের ফেস্টিভেল অ্যাডভান্সের পরিমাণ এবছরও ২০ হাজার টাকা অপরিবর্তিত রয়েছে। ফেস্টিভেল গ্র্যান্ট এবং ফেস্টিভেল অ্যাডভান্স প্রদানের ফলে রাজ্যের বিভিন্ন শ্রেণীর কর্মচারি সহ ডি আর ডব্লিউ, অঙ্গনওয়াড়ী কর্মী/ হেল্পার, চুক্তিবদ্ধকর্মী সহ মোট ১ লক্ষ ৯৭ হাজার ১৭৬ জন কর্মচারি উপকৃত হবেন। অর্থমন্ত্রী জানান,এই ফেস্টিভেল গ্র্যান্ট এবং ফেস্টিভেল অ্যাডভান্স সমস্ত ধর্মালম্বীদের নিজ নিজ উৎসব পালনে সহায়ক হবে। দুর্গাপূজা ছাড়াও ক্রিসমাস, গড়িয়া পূজা, বুদ্ধ পূর্ণিমা, ঈদ-উজ-জোহা, ঈদ-উল-ফিতর, বাংলা নববর্ষ, মহাবীর জয়ন্তী, গুরুনানকের জন্মদিন ইত্যাদি উৎসবগুলির ক্ষেত্রে এই ফেস্টিভেল গ্র্যান্ট এবং ফেস্টিভেল অ্যাডভান্স পাওয়া যাবে।
সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আরও জানান, ২০১৭-১৮ অর্থবছরে ফেস্টিভেল গ্র্যান্ট বা উৎসব অনুদানের পরিমাণ ছিল ৭০০ টাকা, যা ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার টাকা করা হয়েছে এবং ২০২২-২৩ অর্থবছরে তা বৃদ্ধি করে করা হয়েছে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা। চলতি অর্থবছরে ফেস্টিভেল গ্র্যান্ট বা উৎসব অনুদানের পরিমাণ আরও ৩০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তিনি জানান, ফেস্টিভেল অ্যাডভান্সের ক্ষেত্রেও যেখানে ২০১৭-১৮ অর্থবছরে ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা ছিল, তা ২০২২-২৩ অর্থবছরে ২০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি হেল্পার ও কর্মীরা আগে কোনও ফেস্টিভেল অ্যাডভান্স পেতেন না। ২০২১-২২ অর্থবছর থেকে তারাও ৫ হাজার টাকা করে ফেস্টিভেল অ্যাডভান্স পেয়েছেন। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে হোমগার্ড এবং আশা কর্মীদেরও ৫ হাজার টাকা এবং ২ হাজার টাকা করে ফেস্টিভেল অ্যাডভান্স দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যা এবছরও অপরিবর্তিত রয়েছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও অর্থদপ্তরের সচিব অপূর্ব রায় এবং অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার উপস্থিত ছিলেন।