Hare to Whatsapp
রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে কাজ করছে :ক্রীড়ামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ১৬, : নেশামুক্ত ত্রিপুরা গঠন অভিযানে আসন্ন দুর্গোৎসবের দিনগুলিতে রাজ্যের সমস্ত ক্লাব, সামাজিক সংগঠন, বাজার কমিটিসহ সকল উদ্যোক্তাদের সামিল হওয়ার জন্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় আহ্বান জানিয়েছেন। ১৫ সেপ্টেম্বর ক্রীড়ামন্ত্রী সচিবালয়ের নিজ অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেশামুক্ত ভারত গঠনের আহ্বানকে পাথেয় করে রাজ্য সরকারও নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর রাজ্য ব্যাপী নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে প্রচার অভিযান সংগঠিত করে যাচ্ছে। দুর্গাপুজার আয়োজক ক্লাবগুলি তাদের পুজা প্যান্ডেলের থিমের সাথে নেশামুক্ত সুস্থ যুব সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক প্ৰদৰ্শনী যেমন ডিসপ্লে বোর্ড, পোস্টার, ফ্লেক্স এর মাধ্যমে প্রচার করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে ক্রীড়া মন্ত্রী শ্রীরায় আহ্বান জানান।
ক্রীড়ামন্ত্রী বলেন, বর্তমানে সারা ভারত বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যুব সমাজ নেশার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। এর থেকে আমাদের পার্বতী ত্রিপুরা রাজ্য ও ব্যাতিক্রম নয়। যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে ত্রিপুরা সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নামে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে।এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য আগামী দুর্গাপুজাকালিন সময়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর সারা রাজ্য ব্যাপী নেশামুক্ত অভিযান বাস্তবায়ন করবে। রাজ্যের প্রত্যেক জেলা, মহকুমা ও ব্লক এলাকায় সকল দুর্গাপুজা আয়োজক ক্লাবগুলিকে স্বউদ্যোগে নেশাআসক্তি থেকে জনসাধারণকে বিরত থাকার জন্য ব্যাপক প্রচার করতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এই সকল কর্মসূচির পর্যালোচনা করে জেলা ও মহকুমাস্তরে পূজা উদ্যোক্তাদের পুরস্কৃত করবে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ উপস্থিত ছিলেন।