Hare to Whatsapp
স্বচ্ছ ভারত গঠনে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ১৬, : স্বচ্ছ ভারত গঠনে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত ও সুস্থ ভারত গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। ১৫ সেপ্টেম্বর ঋষ্যমুখ ব্লকের বাঁশপদুয়াতে টার্শিয়ারি ওয়েস্ট প্রসেসিং সেন্টারের উদ্বোধন করে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী কৌশল কিশোর একথা বলেন। উদ্বোধনের পর কেন্দ্ৰীয় প্রতিমন্ত্রী প্রসেসিং সেন্টারটি পরিদর্শন করেন ও সেন্টারের সম্মুখে একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিলোনীয়া পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন শিখা নাথ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সচিব এম ভি সিং, নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা রজত পন্থ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্ৰ গোপ৷ স্বাগত বক্তব্য রাখেন বিলোনীয়া পুরপরিষদের সিইও রতন ভৌমিক।
স্বচ্ছ ভারত মিশন-আরবান প্রকল্পে এই টার্শিয়ারি ওয়েস্ট প্রসেসিং সেন্টারটি নির্মাণ করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৬৩ হাজার টাকা। এই সেন্টারে পচনশীল ও অপচনশীল পদার্থগুলি পৃথকীকরণ করা হবে। তাছাড়াও পচনশীল পদার্থ থেকে জৈব সারও তৈরি করা হবে।