Hare to Whatsapp
তিপরাল্যান্ডের দাবীদার তিপ্রামথা গণতান্ত্রিক পার্টি নয়: অশোক সিনহা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ১২, : বিজেপি'র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এর উপস্থিতিতে টাকারজলাতে বিজেপি’র সরাতে তিপ্রামথা সমর্থকদের হামলার পর গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিজেপি’র রাজ্য সহ সভাপতি অশোক সিনহা তিপরাল্যান্ডের দাবীদার তিপ্রা মথাকে অগণতান্ত্রিক দল বলে অভিযোগ করেছেন। অবশ্য প্রদেশ বিজেপি’র মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী এই দফায়ও আক্রমণকারীরা ‘লাল মথা' বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন! কিন্তু প্রদেশ সহ সভাপতি ডা. অশোক সিনহা কোনওরকম রাখঢাক না করেই বলেন, তিপরা মথা যদি গণতান্ত্রিক পার্টি হতো, তাহলে জনজাতি এলাকায় অন্যদের সভা করতে দিত না, এটা হতো না। রাজ্যের যেখানেই মথা আছে, সেখানেই অন্য কেউ সভা করতে গেলে তারা আক্রমণ করছে! এটা শুরু থেকেই বহুদিন ধরে চলছে। এটা বরদাস্ত করা যায় না বলে জানান অশোক সিনহা। এ ক্ষেত্রে রাজ্য সরকারের 'জিরো টলারেন্স' নীতি নেওয়া উচিৎ বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যে কোনও রাজনৈতিক দল যে কোনও জায়গায় যাতে রাজনৈতিক কর্মসূচি করতে পারে, তা নিশ্চিত করার জন্য। বিজেপি'র এই প্রদেশ সহ-সভাপতি আরও বলেন, মথা ছাড়া অন্য কোনও পার্টি এরকম করে না। তিপরাল্যান্ডের নামে তিপ্রামথা যা করছে এটা এক ধরনের বর্বরতা বলে অশোক সিনহার অভিমত।
এই বিষয়ে বিজেপি'র প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী ঘটনার উল্লেখ করে বলেন, এদিন টাকার জলায় বিজেপি'র প্রদেশ সভাপতির সাংগঠনিক সভা ছিল। তাঁর উপস্থিতিতে দুর্ভাগ্যজনকভাবে তথাকথিত তিপরা মথার সমর্থকরা হামলা করে। এতে বিজেপি'র ৫/৭ জন কার্যকর্তা আহত হয়েছেন। প্রচুর বাইক ভাঙচুর করা হয়েছে। তবে পুলিশের সক্রিয়তায় বিজেপি'র প্রদেশ সভাপতি নিরাপদে ও অক্ষত দেহে ফিরে আসতে সমর্থ সভায় হয়েছেন। বিজেপি'র প্রদেশ মুখ্য প্রবক্তা বলেন, সম্প্রতি দু'টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তি পরা মথা বা লাল মথা এবং সিপিএম তথা বামফ্রন্টের ভরাডুবিতে রেকর্ড ভোটে জয়ী হয় বিজেপি। গোটা রাজ্যেই তাদের জমি পা থেকে একেবারে খসে গেছে। তাই রাজ্যে নতুন অশান্তির বাতাবরণ তৈরির জন্য, রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্য এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির করার জন্য এ ধরনের ন্যক্কারজনক ব্লু-প্রিন্ট নিয়ে মাঠে নেমেছে। রাজ্যে একটা উন্মুক্ত পরিবেশ সৃষ্টির নীল নক্সা রচনা করছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করবে না বিজেপি। স্থানীয় স্তরে এবং রাজ্যব্যাপী যথাযথ প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি তিপরাল্যান্ডের দাবীদার তিপরা মথাকে উগ্রবাদীদের রাজনৈতিক দল বলে অভিযোগ করেছেন।