Share Whatsapp

স্কুলের পাঠ্য বই বিক্রি করতে হবে আগের মত বই বিক্রেতাদের মাধ্যমে, দাবী মেনে নেওয়ায় অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্মেলনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ১০, : ২০১৯ সাল থেকে ত্রিপুরার পুস্তক ব্যবসায়ীদের চরম-দূর্দিন নেমে আসে। ২০১৮ সালে বিজেপি’ সরকার ক্ষমতাসীন হওয়ার পর স্কুলের পাঠ্য বই বিদ্যালয় শিক্ষা দপ্তর নিজেরাই ছাপা ও নগদ টাকাতে বিক্রি শুরু করেন। এর ফলে স্কুলের পাঠ্য বই বিক্রির সাথে যুক্ত ত্রিপুরার কম করেও পাচ হাজার লোকের রোজগারে আঘাত আসে। এর থেকে উত্তরণের জন্য পাঠ্য বই বিক্রেতাদের সংগঠন প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এর সঙ্গে বহুবার যোগাযোগ করে আলোচনা করেছিলেন পুস্তক ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য।

পাঠ্য বই বিক্রেতাদের অভিযোগ, শিক্ষামন্ত্রী কথা দিয়েও কথা রক্ষা করেননি, কালক্ষেপ করেছেন। যারফলে সারা রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা গত ২০২০ সাল থেকে পথে নেমে আন্দোলনের সূত্রপাত করেছিলেন।আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে গণ-অবস্থান এবং রাজপথে মিছিলও করেছিলেন সারা রাজ্যের পাঠ্য বই বিক্রেতারা। কিন্তু বিশ্বমহামারী কোভিডের কারণে জীবনযাত্রার স্তব্দতার সঙ্গে সঙ্গে দলবদ্ধভাবে আন্দোলনের সুযোগও বন্ধ হয়ে যায় ৷

বুক সেলার্স এশোসিয়েশনের অভিযোগ, তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব- এর নিকট পর পর ৯ বার লিখিত আবেদন করেছিলেন দেখা করার জন্য। কিন্তু তিনি একবারের জন্যও দেখা করেননি। কিন্তু বই বিক্রেতাদের সংগঠনের রাজ্য নেতৃত্ব গত ১৮ই জুলাই নতুন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা- এর সাথে দেখা করতে চাইলে মুখ্যমন্ত্রী আলোচনার জন্য বই বিক্রেতাদের ডাকেন। অ্যাসোসিয়েশনের তিন জন প্রতিনিধির সঙ্গে মুখ্যমন্ত্রীর বিস্তারিত আলাপ আলোচনা হয়। সমস্ত বিষয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা অত্যন্ত ধৈর্য্য সহকারে মন দিয়ে বই বিক্রেতাদের সমস্যার কথা গুলি শুনেন । এবং মুখ্যমন্ত্রী বই বিক্রেতাদের দাবীর বিষয়ে সহমত পোষণ করেন এবং দেখবেন বলে আশ্বাস প্রদান করেন।

আজ রাজধানীতে সারা রাজ্যের বই বিক্রেতাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার ইতিবাচক মনোভাবের প্রশংসা করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা বই বিক্রেতাদের সমস্যার সমাধানে শীঘ্রই খুব সদর্থক ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সম্পাদক উত্তম চক্রবর্তী। মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা সংগঠনের নেতৃত্বের সাথে সাক্ষাত ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদানের জন্য বুক সেলার্স এশোসিয়েশন আজকের সম্মেলনে মুখ্যমন্ত্রীকে ধন্যবান জ্ঞাপন করছেন। এবং আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের পুস্তক শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকারী স্কুলের পাঠ্য বই তাদের মাধ্যমে বিক্রির সুযোগ করে দেবেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.