Hare to Whatsapp
রাজ্যের প্রথম করোনা রোগীর হদিস উদয়পুরে, উদ্বেগ সর্বত্র
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৭, : শেষ পর্যন্ত ত্রিপুরাতেও পাওয়া গেলো করোনা ভাইরাসের রোগী। রাজ্যের প্রথম করোনা আক্রান্তের বাড়ী উদয়পুরের গকুলনগরে। তার বয়স ৩৫। তিনি ১৯ মার্চ গৌহাটী থেকে রাজ্যে আসেন। তার বাড়ী উদয়পুরের গকুলনগরে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজেই গতকাল রাত আটটায় তার ফেইসবুক পেজে এই খবর দেন।পরে সরকারীভাবে তা স্বীকার করা হয়।
জানা গেছে, রাজ্যের প্রথম করোনা ভাইরাস আক্রান্ত ওই রোগীকে আপাতত এজিএমসি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। গতকাল রাতে এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। অবশ্য মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেব সবাইকে এমর্মে অভয় দিয়েছেন যে স্বাস্থ্য দপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন, করোকে ভয় পাওয়ার কিছু নেই। ৩৫ বছরের ওই মহিলা কিভাবে গৌহাটী থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এব্যাপারে তার পারিবারিক ইতিহাস জানার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।