Hare to Whatsapp
সচেতনতাই হলো ক্যান্সারের সঙ্গে মোকাবিলা করার অন্যতম উপায় : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ৯, : ক্যান্সার দুরারোগ্য ব্যাধি হলেও সঠিকভাবে ক্যান্সার রোগের নির্ণয় ও সময়মতো চিকিৎসা শুরু হলে ক্যান্সার রোগ নিরাময় সম্ভব। এজন্য সচেতনতাই হলো ক্যান্সারের সঙ্গে মোকাবিলা করার অন্যতম উপায়। ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে অ্যাসোসিয়েশন অব রেডিয়েশন অনকোলজিস্ট অব ইন্ডিয়া উত্তর-পূর্বাঞ্চল শাখার ১৭তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, চিকিৎসকদের উপর সম্পূর্ণ নির্ভর করে রোগীদের রোগ নির্ণয়। তাই রোগের সঠিক নির্ণয় ও তার পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরণের সম্মেলনে অভিজ্ঞতা, পরামর্শ ও মতবিনিময় ভবিষ্যতে ক্যান্সার রোগের চিকিৎসা সহ স্বাস্থ্যক্ষেত্রে এক নতুন পথ দেখাবে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকার সচেষ্ট। রাজ্যে বর্তমানে অটলবিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারটি ক্যান্সার রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। রাজ্য সরকার এই হাসপাতালটির পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে প্রয়াস নিয়েছে। রাজ্যে ৯টি সুপার স্পেশালিটি পরিষেবা চালু করা হয়েছে। চিকিৎসকদের গ্রেডেশনের ব্যবস্থা করে স্পেশালিস্ট এবং জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার ক্যাডারে বিভক্ত করা হয়েছে। এতে করে ত্রিপুরার ছেলেমেয়েদের যথার্থ সম্মান প্রদর্শন করছে রাজ্য সরকার।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ক্যান্সার রোগের কারণ এবং তার প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আসা অধিকাংশই ক্যান্সার রোগে আক্রান্ত। কিন্তু দেখা যায় ক্যান্সার রোগের চিকিৎসার জন্য তাদের বাইরের রাজ্যে গিয়ে চিকিৎসা করার প্রবণতা রয়েছে। কিন্তু বর্তমানে রাজ্যের মধ্যে যে এর চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেই সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডা. অশোক সিনহা বলেন, ক্যান্সার রোগ নিরাময় যোগ্য সেই বার্তাটা সমাজে ছড়িয়ে দিতে হবে। ক্যান্সার রোগ নিরাময়ের ক্ষেত্রে চিকিৎসকদের আত্মবিশ্বাস রোগীদের মধ্যেও আত্মবিশ্বাস গড়ে তুলে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব রেডিয়েশন অনকোলজিস্ট অব ইন্ডিয়া ত্রিপুরা শাখার অর্গানাইজিং সেক্রেটারি ডা. অরূপ কুমার বর্মণ। এছাড়া বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব রেডিয়েশন অনকোলজিস্ট অব ইন্ডিয়া উত্তর পূর্বাঞ্চল শাখার সেক্রেটারি ডা. গৌতম শর্মা। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ওয়াই ইন্ডিভর সিং। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব ড. দেবাশিস বসু।