Hare to Whatsapp
৯ সেপ্টেম্বর জাতীয় লোক আদালত
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ৭, : আগামী ৯ সেপ্টেম্বর রাজ্যে বসছে বছরের তৃতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে। এই লোক আদালতে মোট ৭১টি বেঞ্চে আনুমানিক ১৫,২৭১টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত আনুমানিক ৭,৪৬৭টি বিষয় রয়েছে। যার মধ্যে ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত আনুমানিক ৬,৮৪৬টি মামলা এবং দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের আনুমানিক ৬২ ১টি মামলা রয়েছে। এছাড়া আদালতে বিচারাধীন আনুমানিক ৭,৮০৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে রয়েছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা (যার মধ্যে আছে এমভি অ্যাক্টের মামলা, টিপি অ্যাক্টে মামলা, টিজি অ্যাক্টে মামলা, এক্সাইস মামলা প্রভৃতি), বৈবাহিক বিরোধের মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এন আই অ্যাক্ট) মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত মামলা এবং চাকরি সংক্রান্ত মামলা। জাতীয় লোক আদালত উপলক্ষে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে আনুমানিক ৬৫টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতে সবচেয়ে বেশি ১৬টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নোটিশ দেওয়া হয়েছে। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে। প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিশপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবে। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ এক প্রেস বিজ্ঞপ্তিতে দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ জানিয়েছেন।