Hare to Whatsapp
সাংসদদের বেতন ৩০ শতাংশ কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৬, : এক বছরের জন্য সাংসদদের বেতন ৩০ শতাংশ কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বাগত জানিয়েছেন এবং প্রশংসা করেছেন। তিনি এই সিদ্ধান্তকে ‘সাহসী ও উৎসাহজনক’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, "কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইকে জোরদার করার লক্ষ্যে এক বছরের জন্য সাংসদদের বেতন ৩০ শতাংশ কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।" ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত সাহসী এবং উৎসাহজনক বলে মুখ্যমন্ত্রী টুইট করেছেন।
তিনি ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যপালদেরও ধন্যবাদ জানিয়েছেন, যারা কোভিড-১৯ এর বিরুদ্ধে এই লড়াইয়ে স্বেচ্ছায় অবদান রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
দু'বছরের জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিলেও সাময়িক স্থগিতাদেশে অনুমোদন দেওয়া সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এতে দেশের সাধারণ মানুষই কার্যত উপকৃত হবে।