রাজ্যের নারী ও শিশুদের জনস্বাস্থ্য উন্নয়নে মৌ স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ২৯, : রাজ্যের নারী ও শিশুদের জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য মিশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং ডিব্ৰুগড়স্থিত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল সায়েন্সের রিজিওন্যাল মেডিক্যাল রিসার্চ সেন্টার ২৮ এপ্রিল এক মৌ স্বাক্ষর করেছে। প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকারের অধিকর্তা প্রফেসর (ডা.) তপন মজুমদার, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, পরিবার পরিকল্পনা ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডা. অঞ্জন দাস, রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টারের অধিকর্তা ডা. সুবর্ণ রায়, জাতীয় স্বাস্থ্য মিশনের প্রোগ্রাম অফিসার ডা. সঞ্জয় রুদ্রপাল প্রমুখ।
মৌ স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র। স্বাস্থ্য সমস্যাগুলির মূল কারণ খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা করাই একমাত্র উপায়। এর মাধ্যমে সঠিক পদক্ষেপ নেওয়া যায়। গত কয়েক বছরে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে। রাজ্যে শিশু মৃত্যুর হার প্রতি ১ হাজার শিশুর মধ্যে ১৮ জন। তুলনায় জাতীয় গড় প্রতি ১ হাজার শিশুর মধ্যে ২৮ জন। সচিব জানান, বর্তমানে ত্রিপুরায় ৯৮ শতাংশেরও বেশি মহিলা স্বাস্থ্য প্রতিষ্ঠানে সন্তান প্রসব করছেন। উল্লেখ্য, এই মৌ স্বাক্ষরিত হওয়ায় কিশোরী বিবাহ ও গর্ভধারণ, রক্তাল্পতা এবং নবজাতকের মৃত্যু এই তিনটি বিষয়ে গবেষণা করা হবে।
আরও পড়ুন...