Hare to Whatsapp
উপনির্বাচন : সবেতন ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২, : আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৩ ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এই দুটি বিধানসভা কেন্দ্রের ভোটারগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য ঐদিন এই দুটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সব সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে উল্লেখিত দুটি বিধানসভা কেন্দ্রের ভোটারগণ যারা অধিগৃহিত শিল্পসংস্থা, রাজ্য সরকারের অধিনস্ত অন্যান্য প্রতিষ্ঠান যেগুলি কারখানা আইন ১৯৪৮ এর আওতায় রয়েছে এবং রাজ্য সরকারের দৈনিক হাজিরা/চুক্তিবদ্ধ কর্মী ও ব্যবসা বাণিজ্যে কর্মরত কর্মী/কর্মচারি তারা ৫ সেপ্টেম্বর, ২০২৩ সবেতন ছুটি পাবেন। তাছাড়া যারা এই দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার কিন্তু এই দুটি বিধানসভা কেন্দ্রের বাইরে কর্মরত রয়েছেন ভোটগ্রহণের দিন তারা বিশেষ আকস্মিক ছুটি নিতে পারবেন। একইভাবে এই দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার ক্যাজুয়েল/দিন হাজিরা কর্মীরাও সবেতন ছুটি পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যদি কোন কর্মচারির অনুপস্থিতি তার কর্মক্ষেত্রের ঝুঁকি বা বিপদের কারণ হতে পারে সেক্ষেত্রে এই নির্দেশ কার্যকরি হবেনা।