Hare to Whatsapp
সরকারি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২, : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নির্দেশে ১ সেপ্টেম্বর সচিবালয়ের ২ নং সভাকক্ষে সরকারি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যসচিব জে কে সিনহা। বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় সরকারি সম্পদ, সরকারি বাড়ি, আসবাবপত্র, কম্পিউটার, গাড়ি ইত্যাদি ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, সরকারি সম্পদ ব্যবস্থাপনার জন্য প্রতিটি দপ্তর ও অধিদপ্তরে একজন করে ডেজিগনেটেড অফিসার দায়িত্বে থাকবেন। সভায় আরও সিদ্ধান্ত হয় প্রত্যেক অফিসের অফিস কক্ষ, অফিস প্রাঙ্গণ, অফিসের ছাদ, অফিসের আগাছা ইত্যাদি ধারাবাহিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তাছাড়া সরকারি সম্পদ ব্যবস্থাপনায় প্রত্যেক দপ্তরের জন্য নির্দিষ্ট পরিমাণ আর্থিক অনুদানেরও সংস্থান রাখা হবে পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও অনুরূপ কর্মসূচি গ্রহণের জন্য অনুরোধ রাখা হয়েছে।
বৈঠকে আগামী ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সমস্ত সরকারি অফিস ও অফিস প্রাঙ্গণগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও অনুরূপ কর্মসূচি গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছ ত্রিপুরা গড়ার উদ্দেশ্য নিয়ে এই বিশেষ অভিযান গ্রহণ করা হয়েছে।