Hare to Whatsapp

এডিসি- এলাকার সংবাদ চেনেল, প্রিন্ট, ডিজিটাল ও সোস্যাল মিডিয়ার মালিকরা পৃথক বিজ্ঞাপন নীতির দাবী তুললেন

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ২৬, : শীঘ্রই এডিসি এর তথ্য ও সাংস্কৃতিক দপ্তরে নতুন বিজ্ঞাপন নীতি চালু করার দাবী তুললেন। এ লক্ষ্যে আজ এডিসি এলাকার সাংবাদিকগণ এডিসি সদর দফতরের সামনে এক অবরোধ জমায়েত করেন। এডিসি সাংবাদিকদের আরও দাবী এডিসি এলাকার সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু করাতে হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নতুন বিজ্ঞাপন নীতিতে অন্তর্ভুক্ত করতে হবে। তাছাড়াও এডিসি সরকারের তরফে নিউজ চ্যানেলের জন্য ট্রেড লাইসেন্স প্রদান করা, এডিসি এলাকায় সকল সুযোগ-সুবিধাযুক্ত প্রেসক্লাব নির্মাণ করা সহ মোট ১১ দফা দাবিতে শুক্রবার ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস অ্যাসোসিয়েশন (টিপ্পা) এবং টিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন (টিপিএমএ) এর যৌথ উদ্যোগে এবং খুমূলুঙ প্রেস ক্লাব এর সহায়তায় এডিসির কাউন্সিল ভবনের প্রধান ফটকে রাস্তায় বসে দাবির বিষয়ে সরব হন টিপ্রাসা সাংবাদিকরা l এডিসি এলাকার সকল সাংবাদিকদের জন্য সরকারি সুযোগ সুবিধা পাওয়ার এই প্রথম আওয়াজ তুললেন খুমূলুঙ প্রেস ক্লাব সহ রাজ্যের অন্যান্য জিলা ও মহকুমার আটটি প্রেস ক্লাবের সকল সাংবাদিকগণ l এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুমূলুঙ প্রেস ক্লাবের সভাপতি অংশুময় দেববর্মা, সম্পাদক রঞ্জিত দেববর্মা, ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস এসোসিয়েশনের সভাপতি গৌতম দেববর্মা, টিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি বিপ্লব কুমার ত্রিপুরা সহ সাতটি প্রেস ক্লাবের সম্পাদক, সভাপতি এবং সকল সদস্যগণ l

আজ দিনভর চলা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত অবরোধ স্থলে আসেন এডিসির মুখ্য কার্য্য নির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জামাতিয়া, কার্য্য নির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, এমএলএ মানব দেববর্মা এবং এমডিসি ধীরেন্দ্র দেববর্মা l এডিসির মুখ্য কার্য্য নির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জামাতিয়া সাংবাদিকদের দাবির বিষয়ে অবগত হয়ে দাবির যুক্তিকতা স্বীকার করেন l আগামী সোমবার সমস্তপ্রেস ক্লাবের সভাপতি সম্পাদক এবং ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস অ্যাসোসিয়েশন (টিপ্পা) এবং টিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন (টিপিএমএ) এর সকল নেতৃত্বদের কে নিয়ে বৈঠকে বসার প্রতিশুতি দেন l

আন্দোলন কর্মসূচিতে খুমূলুঙ প্রেস ক্লাব ছাড়াও, টিপ্পা এবং টিপিএমএ এর আন্দোলনে উপস্থিত ছিলেন করবুক প্রেস ক্লাব, আম্পি প্রেস ক্লাব, আমবাসা টিপ্রাসা প্রেস ক্লাব, হেজামারা প্রেস ক্লাব, জাম্পুইজালা প্রেস ক্লাব, জিরানিয়া প্রেস ক্লাব এবং খোয়াই টিপ্রাসা প্রেস ক্লাবের সকল সাংবাদিকগণ l


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.