Hare to Whatsapp

চাঁদে চন্দ্রযান-৩'র সফল অবতরণে মুখ্যমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ২৪, : চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩'র সফল অবতরণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ইসরোর বৈজ্ঞানিক ও কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করেছে। এই ঐতিহাসিক মুহুর্ত দেশ ও রাজ্যবাসীকে গর্বিত করেছে। ২৩ আগস্ট ভারতবাসীর কাছে আনন্দ ও গর্বের দিন। এই দিনটির জন্য ইসরোর বৈজ্ঞানিক ও কর্মীগণ কয়েক বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উৎসাহ দেশবাসীর কাছে আজ এই সাফল্যের দিনটি নিয়ে এসেছে।' মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর পক্ষ থেকেও ইসরোর বৈজ্ঞানিক ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.