Hare to Whatsapp
রেগা প্রকল্পে এই বছরের প্রথম কিস্তির ২৫৮.১৮ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে: মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৬, : সোমবার ভারত সরকার রেগা খাতে ২৫৮.১৮ কোটি টাকা পাঠাল রাজ্যকে। চলতি অর্থবছরের প্রথম কিস্তি হিসাবে এই টাকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে রেগার যাবতীয় বকেয়া মজুরি , দুই-একদিনের মধ্যেই শ্রমিকদের একাউন্টে দিয়ে দেয়া হবে। পাশাপাশি করোনা সংক্রান্ত কারণে শ্রমিকদের ১০ শ্রমদিবসের কাজ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, সেই কাজও দেয়া হবে রাজ্যের ৬ লক্ষ ১৩ হাজার জব কার্ডধারিকে
এমজিএন রেগার নতুন যে কাজ এসেছে তা দেয়া হবে বর্ধিত মজুরিতে। অর্থাৎ ১৯২ টাকার পরিবর্তে শ্রমিকরা পাবে ২০৫ টাকা করে।
করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে সব জেলা শাসক ও বিডিওদের। কাজের জায়গায় জল এবং সাবান রাখার পাশাপাশি পুরোপুরিভাবে স্বাস্থ্য ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকরা যাতে অন্তত হাতে তৈরি মাস্ক ব্যবহার করে, সেই বিষয়টিও দেখার জন্যও বলা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য রেগার বকেয়া পরিশোধ করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে। এই গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।