Hare to Whatsapp
ফুটবল হল পরিশ্রম, দক্ষতা ও শৃঙ্খলাভিত্তিক খেলা : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ২১, : ফুটবল মানেই আলাদা উত্তেজনা। ফুটবল মানেই বাঙ্গালির আলাদা আবেগ। তাই সব খেলার সেরা এই ফুটবল। ২০ আগস্ট উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত রাখাল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত রাখাল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ এগিয়েচলো সংঘ ১-০ গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ানের শিরোপা অর্জন করেছে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান এগিয়েচলো সংঘকে ৪০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স রামকৃষ্ণ ক্লাবকে ৩০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ও রানার্স দলের হাতে পুরস্কারগুলি তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সাংবাদিকদের জানান, ফুটবল হল পরিশ্রম, দক্ষতা ও শৃঙ্খলাভিত্তিক খেলা। খুবই অল্প সময়ের মধ্যে ফুটবল খেলার মধ্যদিয়ে মানসিক ও শারীরিক প্রশান্তি পাওয়া যায়। মুখ্যমন্ত্রী চ্যাম্পিয়ান ও রানার্স দলকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী ফুটবলারদেরও উৎসাহিত করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী।