Hare to Whatsapp
রাজ্য সরকার খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : ক্রীড়ামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ২১, : ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ২০ আগস্ট থেকে অটল স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য, প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে গত কয়েক বছর ধরে অটল স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান তথা প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস।
প্রতিযোগিতার উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্য সরকার খেলাধূলার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেই লক্ষ্যে রাজ্যে অনেকগুলি মাঠ নতুন করে তৈরী করা হয়েছে। এর মধ্যে কয়েকটি সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠও রয়েছে। ক্রীড়ামন্ত্রী বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে একটি উন্নতমানের আধুনিক ফুটবল মাঠ তৈরী করার উদ্যোগ নেওয়া হয়েছে। নেশা থেকে যুব সমাজকে বের করে আনতে খেলাধূলাকে মাধ্যম করে যুব সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও সরকার অগ্রাধিকার দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে একতাকে আরও সুদৃঢ় করা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, জিলা পরিষদের সদস্য নীলকান্ত সিনহা, যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্ৰত নাথ, কুমারঘাট ব্লকের বিডিও সুদীপ ভৌমিক, প্রাক্তন বিধায়ক মবস্বর আলী প্রমুখ। প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিয়েছে।