এজিএমসি এবং জিবিপি হাসপাতালে গত তিন মাসে মোট ৫,৪০৯ জন রোগীর সফল অস্ত্রোপচার করা হয়েছে : স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ২৭, : আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে গত তিন মাসে মোট ৫,৪০৯ জন রোগীর সফল অস্ত্রোপচার করা হয়েছে। এরমধ্যে জানুয়ারি ২০২৫ থেকে এপ্রিল মাসের ১২ তারিখ পর্যন্ত সার্জারি বিভাগে ২,৪২৫ জনের, অর্থোপেডিক বিভাগে ২,৩৭৪ জনের, ইএনটি বিভাগে ৫১৫ জনের এবং নিউরোসার্জারি বিভাগে ৯৫ জনের অস্ত্রোপচার করা হয়েছে। ২৬ এপ্রিল আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে এই সংবাদ জানান। তিনি জানান, ৯৯ শতাংশ সার্জারি প্ল্যান সার্জারি। এগুলি নির্দিষ্ট তারিখ অনুযায়ী হয়। আগামী জুন মাস পর্যন্ত মোট ১৫৮ জন রোগী অস্ত্রোপচারের জন্য অপেক্ষামান তালিকায় রয়েছেন। তিনি জানান, গত তিন মাসে ১,৬৩৮ জন রোগীর ইকো-কার্ডিওগ্রাফি করা হয়েছে। এজিএমসি এবং জিবিপি হাসপাতালে বর্তমানে ২টি সিএআরএম মেশিন চালু রয়েছে। এই হাসপাতালে ৯টি সুপার স্পেশালিটি বিভাগ, ৫টি ব্রড সুপার স্পেশালিটি ও ৪টি সুপার স্পেশালিটি বিভাগ রয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ১,৪১৩টি শয্যা রয়েছে।

তিনি জানান, প্রতিবছর আগরতলা গভর্ণমেন্ট মেডিকেল কলেজে ১৫০ জন ছাত্রছাত্রী এমবিবিএস কোর্সে এবং ৮৯ জন পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয়। তিনি জানান, গত অর্থবছরে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ১৪,২২২ জন রোগী এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় ৭,০০৩ জন রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন। এই প্রকল্পের সুবিধা টিএমসি সহ অন্যান্য হাসপাতালেও রয়েছে। তিনি জানান, এজিএমসি এবং জিবিপি হাসপাতালের অ্যানেসথেসিওলোজি, ইএনটি, সার্জারি এবং অর্থোপেডিক বিভাগে মোট ৫৬ জন ডাক্তার রয়েছেন। তিনি আরও জানান, এই হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপনের জন্য ১৩ কোটি টাকার মঞ্জুরি পাওয়া গেছে। এছাড়াও হাসপাতালের পরিষেবা বৃদ্ধি ও যন্ত্রাংশ কেনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ৫৬ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি এই হাসাপাতালে ১টি স্ট্রোক ওয়ার্ড চালুর প্রচেষ্টা নেওয়া হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছেন। প্রতি বুধবার মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে চিকিৎসা সহায়তার আর্জি নিয়ে আসা মানুষকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশও দিয়ে থাকেন। সাংবাদিক সম্মেলনে জিবিপি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. শঙ্কর চক্রবর্তী স্বাস্থ্য সম্পর্কিত নানা তথ্য তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. তপন মজুমদার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.