Hare to Whatsapp
পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী: মুখ্যমন্ত্রীর সরকারি আবাসনে নিযুক্ত নিরাপত্তাকর্মী, সাধারন প্রশাসনের কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৬, : গোটা দেশের সঙ্গে রাজ্যেও অনাড়াম্বরে পালিত হলো ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। বর্তমান পরিস্থিতিতে নিজের সরকারি আবাসনে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ও ভারত মাতার মূর্তিতে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন।
দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুখ্যমন্ত্রী বিভিন্ন স্তরের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতেও দেশের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মকর্তারা যেভাবে দেশের সেবায় কাজ করে চলেছেন, তা আগামী দিনেও শক্তি যোগাবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসনে নিযুক্ত নিরাপত্তাকর্মী, সাধারন প্রশাসনের অন্যান্য কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি আইজিএম চৌমুহনীতে কর্মরত সাফাই কর্মী, ট্রাফিক, পুলিশ সহ অন্যান্যদের হাতেও মিষ্টি তুলে দেয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে গোটা রাজ্যে পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করায় কার্যকর্তাদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।