Hare to Whatsapp
রাজ্যব্যাপী রক্তদান এখন জনজাগরণের রূপ নিয়েছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ১৪, : রক্তের কোন ধর্ম বা রাজনৈতিক রঙ হয়না। রক্তদান আমাদেরকে শিক্ষা দেয় সমাজের প্রত্যেকটি মানুষ একে অপরের পরিপূরক। ১৩ আগস্ট আগরতলার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, একজনের রক্তদানে চারজন মানুষের জীবন রক্ষা করা যায়। কিছু মানুষের মধ্যে ধারণা রয়েছে যে রক্তদান করলে শরীরের ক্ষতি হয়। এটা সম্পূর্ণ অসত্য ও ভুল ধারণা। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান করলে শরীর ভালো থাকে। তাই সবার রক্তদানে এগিয়ে আসা উচিত। রক্তদানের মতো মহৎ দান আর কিছু নেই।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, গত বিধানসভা নির্বাচনের মুহুর্তে রাজ্যে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছিল। কিন্তু রাজ্য সরকারের আহ্বানে রাজ্যব্যাপী রক্তদান এখন জনজাগরণের রূপ নিয়েছে। রাজ্যে এখন ১৪টি ব্লাড ব্যাংক রয়েছে। সরকারিভাবে ১২টি ও বেসরকারিভাবে ২টি রয়েছে। তিনি বলেন, বর্তমানে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অনেক উন্নতি হয়েছে। জটিল চিকিৎসা ও অপারেশন এখন রাজ্যেই সম্পন্ন হচ্ছে। সমস্ত জেলা হাসপাতালগুলিকে উন্নত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। রাজ্য সরকার রাজ্যের চিকিৎসা পরিষেবাকে উন্নত ও গণমুখী করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন ও রক্তদাতাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক গোপাল চন্দ্র রায়, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুরনিগমের কর্পোরেটর প্রফেসর (ডা.) অলক ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক তপেশ দেবনাথ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন সাহা।