Hare to Whatsapp
মিডিয়ার ইতিবাচক সমালোচনাকে আমরা স্বাগত জানাই, সাংবাদিকদের উপর আক্রমণ বরদাস্ত করা হবেনা: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ১২, : রাজ্যের সংবাদমাধ্যম, সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের সর্ববৃহৎ সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-এর দ্বিতীয় রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়ে গেল শনিবার। এদিন আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে কনভেনশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কনভেনশনে মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা আবশ্যক। সংবাদমাধ্যম গুলো তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে সরকারের পক্ষে কাজ করা সহজ হয়। সরকারের কোন ভুল ত্রুটি থাকলে তা অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিবেশন করা সংবাদমাধ্যমের অন্যতম দায়িত্ব। রাজ্য সরকার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সমস্যা সমাধানে আন্তরিক। সরকার তার কাজের মাধ্যমে তা প্রমাণ করেছে রাজ্য সরকার, তিনি বলেন।
অনুষ্ঠানে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-এর সাধারণ সম্পাদক শানিত দেবরায় বলেন, সমাজের প্রতি সংবাদমাধ্যমের এক বিরাট দায়িত্ব রয়েছে। তাই নানা অভাব অভিযোগ নিয়েও সাংবাদিকরা তাদের দৈনন্দিন কর্ম চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-এর সহ সভাপতি, সাংবাদিক শেখর দত্ত বলেন, রাজ্যের সংবাদমাধ্যমগুলি মূলত সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। তাই নিয়ম নীতি অনুসারে বিজ্ঞাপন প্রদান করার ক্ষেত্রে রাজ্য সরকারের আরও আন্তরিক উদ্যোগ নিতে দাবি জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন অ্যাসেম্বলি অব জার্নালিস্টসের সম্পাদক ড: বিশ্বেন্দু ভট্টাচার্য।
এদিন রাজ্যের সমস্ত মহকুমা থেকে ১৭৭ জন সাংবাদিক, সম্পাদক, সংবাদ মাধ্যম কর্মী সহ পত্রিকা হকার এই কনভেনশনে অংশ নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। কনভেনশন থেকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এর পুর্নাঙ্গ পরিচালন কমিটি গঠন করতে সাংবাদিক সুজিত দে'কে আহ্বায়ক করে একটি ১৩ সদস্যের পরিচালন কমিটি গঠন করা হয়েছে।