Hare to Whatsapp
১৫ আগস্ট আগরতলা শহরে যানবাহন চলাচলে বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ১২, : স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৫ আগস্ট সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের জন্য সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আগরতলা শহরের কিছু এলাকায় যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাছাড়া কিছু এলাকা নো-পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পশ্চিম
ত্রিপুরা জেলার জেলাশাসক ১১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৫ আগস্ট সবধরণের ব্যক্তিগত গাড়ি / বাণিজ্যিক গাড়ি / দ্বিচক্রযান / ই-রিক্সা / রিক্সা এবং ঠেলা গাড়ি গোর্খাবস্তি থেকে দক্ষিণ দিকে, বুদ্ধমন্দির থেকে উত্তর দিকে এবং মালঞ্চ নিবাস থেকে সার্কিট হাউসের দিকে চলাচল করতে পারবে না। তবে স্কুলের শিশুদের গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবেনা। উল্লিখিত সময়ে কোন রোগীকে জিবি হাসপাতালে যেতে হলে অভয়নগর বাজার-কুমারিটিলা হয়ে জিবি হাসপাতালে যেতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পুরানো রাজভবনের প্রধান গেইট থেকে বুদ্ধমন্দির পর্যন্ত রাস্তার দু'দিক, বুদ্ধমন্দির থেকে পুরানো ১ নং এমএলএ হোস্টেল-ক্যান্টনমেন্ট রোডের দু'দিক, বুদ্ধমন্দির থেকে অভয়নগর পোস্ট অফিস পর্যন্ত জায়গা উল্লিখিত সময়ের জন্য নো-পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। বিমান যাত্রীদের অনুরোধ করা হয়েছে তারা যেন বিমানবন্দরে যাওয়ার সময় দুর্গা চৌমুহনী থেকে বড়জলা রাস্তা (পঞ্চবটি কালিমন্দির হয়ে) ব্যবহার করেন।