Hare to Whatsapp
কুমারঘাটে বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক বিদ্যুৎ মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ১১, : ঊনকোটি জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ১০ আগস্ট কুমারঘাট পিডব্লিউডি ডাক বাংলোতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এই বৈঠকে বিদ্যুৎ নিগমের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল ) সহ জেলার অতিরিক্ত জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজারগন উপস্থিত ছিলেন। বর্ষার মরশুমে এখানে কিভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা জারি রাখা যায় এবং ছোটখাটো সাধারণ সমস্যা গুলো নিজেরাই সিদ্ধান্ত নিয়ে মিটিয়ে ফেলতে পারেন এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছেন বিদ্যুৎ মন্ত্রী। নিগমের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, তারা বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। বিদ্যুৎ মন্ত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর দিয়ে আশা প্রকাশ করেছেন নিগম কর্মকর্তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে সমর্থ্য হবেন।