Hare to Whatsapp
ব্রিগেডিয়ার নিলেশ চৌধুরী রাজ্যান্তরীত
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, আগষ্ট ২, : লিচুবাগানস্থিত ভারতীয় সেনাবাহিনীর আগরতলা স্টেশনের ৫৭ মাউন্টেন আর্টিলারি ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার নীলেশ চৌধরী বিগত কয়েক বছর ধরে ত্রিপুরা সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলে কৃতিত্বের সাথে তাঁর দায়িত্ব পালন করেন। ভারতীয় সেনাবাহিনীর এই তরুণ তুর্কি সেনা অফিসার সম্প্রতি ইস্টার্ন কমান্ড থেকে নয়াদিল্লীতে বদলী হয়েছেন। বৃহস্পতিবার বিকেলের বিমানে তিনি ত্রিপুরা ছেড়ে চলে যাবেন। তাঁর নতুন কর্মস্থলে দ্বায়িত্বভার গ্রহণের জন্য ত্রিপুরা ছেড়ে চলে যাওয়ার আগে আজ ব্রিগেডিয়ার নীলেশ চৌধরী তাঁর সহকর্মী কর্ণেল মনোজ শেট্টীকে সাথে নিয়ে সচিবালয়ে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হিসেবে থাকাকালীন ভারতীয় সেনাবাহিনীর এই আধিকারিকের সাথে তৎকালীন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সখ্যতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সময় ব্রিগেডিয়ার নীলেশ চৌধরীর আমন্ত্রণে সাড়া দিয়ে সুশান্ত চৌধুরী ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। আজ বিদায়কালে পর্যটন মন্ত্রী ব্রিগেডিয়ার নীলেশ চৌধরীর কাজের ভূয়সী প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ব্রিগেডিয়ারকে অবকাশকালীন সময়ে সুযোগ পেলেই আবার ত্রিপুরায় আসার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখেন।