Share Whatsapp

রাজ্যে স্বাস্থ্য হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ২, : স্বাস্থ্যই সম্পদ এই ভাবনাকে সামনে রেখে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সরকার প্রয়াস নিয়েছে। রাজ্যে নার্সিং প্রতিষ্ঠান সহ স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত সমস্ত বিভাগ, কলেজ ও প্রতিষ্ঠানকে মেডিক্যাল এডুকেশন ডিরেক্টরেটের আওতায় এনে একটি স্বাস্থ্য হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১ আগস্ট আইজিএম হাসপাতাল কমপ্লেক্সের জি-প্লাস-৮ বিল্ডিং-এ আগরতলা সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী নার্সিং কলেজটির সাথে যুক্ত ফ্যাকাল্টিদের গতানুগতিক শিক্ষাদানের উর্ধ্বে উঠে আধুনিক নার্সিং শিক্ষার সঙ্গে যুক্ত বিষয়গুলিকে পাঠদানে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন ফ্যাকাল্টি সহ কলেজের সাথে যুক্ত সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগরতলা সরকারি নার্সিং কলেজটি ‘স্টেট অব এক্সিলেন্স' হিসেবে গড়ে উঠবে ও নার্সিং পড়ুয়াগণ তার সুফল পাবে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, এজিএমসি ও জিবিপি হাসপাতালে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটটিকে ইতিমধ্যে নার্সিং কলেজে উন্নীত করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে এই কলেজে ৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে বিএসসি নার্সিং কোর্স চালু করা হচ্ছে। এরফলে শিক্ষার্থীদের যেমন সুবিধা হবে তেমনি অভিভাবকগণও ছেলেমেয়েদের পড়াশুনার জন্য অনেক অর্থ ব্যয়ে বহির্রাজ্যে পাঠানোর ভাবনা থেকে স্বস্তি পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণে রাজ্যে ১০০টি উপস্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। এজন্য চলতি অর্থবছরের বাজেটে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে গোমতী জেলার উদয়পুরে এএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে ৪০ আসন ক্ষমতাসম্পন্ন জিএনএম ইনস্টিটিউটে উন্নীত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে পানিসাগর, কুমারঘাট ও করবুক সামাজিক স্বাস্থ্যকেন্দ্রকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হয়েছে। তাছাড়া গতবছর দক্ষিণ জেলা হাসপাতাল, গোমতী জেলা হাসপাতাল ও ধলাই জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। লংতরাইভ্যালী মহকুমা হাসপাতাল সম্প্রসারিত করে ২০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে কাকড়াবন ও রাজনগরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে উন্নীত করা হয়েছে।

বক্সনগর, কাঞ্চনমালা, মোহনপুর, কল্যাণপুর, নতুনবাজার এবং অম্পিতে নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল উদ্যোগের অঙ্গ হিসেবে ‘মেরা হাসপাতাল' পোর্টাল চালু করা হয়েছে এবং তা ই-হাসপাতাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয়েছে, যা ক্যান্সার পীড়িত রোগীদের চিকিৎসা পরিষেবায় সাহায্য করবে। এছাড়াও এজিএমসি ও জিবিপি হাসপাতাল এবং সমস্ত মহকুমা হাসপাতালগুলিতে ই-রেডিওলজি এবং টেলি-রেডিওলজি পরিষেবা শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, নিত্যবাজার এবং দুর্গাবাড়িতে নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ এবং আনন্দনগর, বামুটিয়া, তৈবান্দাল, দয়ারামপাড়া এবং নিহারনগরে নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন করা হবে। ২০২৩-২৪ অর্থবর্ষে ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার (লেভেল থ্রি) চালু করা হবে। ৫৫ কোটি টাকা ব্যয়ে একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। রাজ্যের ৮টি জেলায় ৫০ শয্যা যুক্ত ৮টি নেশামুক্তি কেন্দ্র ধাপে ধাপে গড়ে উঠবে। মুখ্যমন্ত্রী জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্য বাজেটে স্বাস্থ্য খাতে ১,৭৫৬ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে দুটি মেডিক্যাল কলেজ রয়েছে। রাজ্যে আরও একটি মেডিক্যাল কলেজ স্থাপনে বেসরকারি একটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। এরজন্য আমবাসায় জায়গাও চিহ্নিত করা হয়েছে। বর্তমানে রোগীদের রেফারের সংখ্যাও অনেকটা হ্রাস পেয়েছে বলে মুখ্যমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারের কল্যাণ দপ্তরের সচিব ড. দেবাশিস বসু বলেন, শীঘ্রই ১৭৫ জন নার্স নিয়োগ করা হবে। তাছাড়া আরও ১০০ জনকে চুক্তিবদ্ধ হিসাবে নিযুক্তি দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, আগরতলা সরকারি নার্সিং কলেজটি ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা নার্সিং কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ডাইরেক্টরেট অব মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা প্রফেসর ডাঃ হর প্রসাদ শর্মা, ডাইরেক্টরেট অব হেলথ সার্ভিসের অধিকর্তা ডাঃ সুপ্রিয় মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন, আগরতলা সরকারী নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৈত্রী চৌধুরী। অনুষ্ঠানে আগরতলা সরকারী নার্সিং কলেজের পুস্তিকার আবরণ উন্মোচন এবং কলেজের ওয়েব সাইটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে আগরতলা সরকারি নার্সিং কলেজের পরিকাঠামো নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.