Hare to Whatsapp

রক্তদানের চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ২৮, : মানুষ মানুষের জন্য, তা রাজ্যের মানুষ সবসময় প্রমাণ করে আসছেন। মানুষের প্রয়োজনে ও তাদের সমস্যা সমাধানে রাজ্যের মানুষ সবসময় এগিয়ে আসেন। রক্তদানের মাধ্যমেও তা প্রমাণিত। ২৭ জুলাই আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আগরতলা পৌর কর্মচারি সংঘ আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, রক্তদান মহৎ দান। সমস্ত দানের উর্ধ্বে হচ্ছে রক্তদান। একজন ব্যক্তি রক্তদানের মাধ্যমে শুধু একজন নয়, ৪ জন উপকৃত হন৷ তাই রক্তদানের চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না। মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের কারণে রাজ্যের ১২টি সরকারি ও ২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের কিছুটা স্বল্পতা দেখা দিয়েছিল। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী হিসেবে রক্তদানের আহ্বান জানানোয় স্কুল, কলেজ, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, সংস্থাগুলো সেই আহ্বানে সাড়া দিয়ে উৎসবের মেজাজে রক্তদানে এগিয়ে এসেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, থ্যালাসিমিয়া, অ্যানিমিয়া এবং অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন রয়েছে। তাই ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যথাযথ মজুত থাকলে অনেকটাই সুবিধা হয়। রক্তের গুরুত্ব অপরিসীম। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান সম্পর্কে এখনও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এই ধরণের রক্তদান শিবির অন্যদেরও রক্তদানে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে সবাইকে রক্তদানে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন,বর্তমান রাজ্য সরকার চাইছে মানুষকে সাথে নিয়ে মানুষের সমস্যা সমাধানে কাজ করার। নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মচারিদের মধ্যে যে বন্ধন রয়েছে সেই বন্ধনকে আরও সুদৃঢ় করার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদানের কোন বিকল্প হয় না। সমাজের সমস্ত কাজের মধ্যে রক্তদান অন্যতম। মানবিক ধর্মগুলির মধ্যে শ্রেষ্ঠ ধর্ম পালন হচ্ছে এই রক্তদান। তিনি সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। রক্তদান শিবিরে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর কর্মচারি সংঘের আহ্বায়ক শ্যামল ঘোষ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.