Hare to Whatsapp
কেন্দ্রীয় বন মন্ত্রকের ছাড়পত্র পেতে চলেছে রুখিয়ার ১২০ ইউনিট বিদ্যুৎ প্রকল্প
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ২৬, : আগামী মাস খানেকের মধ্যেই রুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্পে বন ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র মিলতে পারে। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর এ আশাই ব্যক্ত করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ । রাজ্য সরকার রুখিয়া তাপ বিদ্যুৎ প্রকল্পের বর্তমান উৎপাদন ৬৩ মেগাওয়াট থেকে বাড়িয়ে ১২০ মেগাওয়াট এ নিয়ে যেতে চাইছে। এ বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তা ও মিলেছে । প্রকল্প রূপায়ণে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের মৌ ও স্বাক্ষরিত হয়ে গিয়েছে ।কিন্তু বিগত বামফ্রন্ট সরকারের আমলে রুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষেত্রে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র না নেওয়ার কারণে বর্তমানে জটিলতার সৃষ্টি হয়েছে। যে কারণে কেন্দ্র এবং রাজ্য সরকারের আন্তরিক প্রয়াস থাকলেও রুখিয়ার বিদ্যুৎ উৎপাদন এর কলেবর বৃদ্ধি করা যাচ্ছেনা বলে মন্ত্রী জানিয়েছেন। মূলত এই বিষয়টি নিয়েই রাজ্যের বিদ্যুৎ সচিব ব্রিজেস পান্ডে কে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ । সংসদের অভ্যন্তরে কেন্দ্রীয় মন্ত্রীর ঘরে তাদের মধ্যে আলোচনায় । কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী অত্যন্ত আগ্রহী হয়েই রাজ্যের কথা শুনেছেন এবং জটিলতা নিরসনে উদ্যোগী হয়েছেন । প্রায় সঙ্গে সঙ্গেই তার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও বিদ্যুৎ সচিবের বৈঠকের ও ব্যবস্থা করে দিয়েছেন। বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকে গিয়ে তারা আধিকারিকদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে একটি চূড়ান্ত ফয়সালা সূত্র বের করেছেন। সেই সূত্র অনুযায়ী রাজ্যকে কিছু জরিমানা দিতে হতে পারে। উল্লেখ্য, ২০১৩ সালে রুখিয়ার শেষ ইউনিটটি নির্মাণ পর্যন্ত তৎকালীন বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় বন্য পরিবেশ মন্ত্রকের অনুমোদন না নেওয়ায় মন্ত্রকের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের কাঁধে বিশাল অংকের জরিমানা চেপে যায়। এমনকি রুখিয়ার উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়াও আটকে যায় কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র না থাকার কারণে। মূলত বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের উদ্যোগে এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের ঐকান্তিক সহযোগিতায় এই জটিলতা সহসাই মিটতে চলেছে বলেও বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন।